১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পিৎজা অর্ডার করে বহিষ্কৃত চার ছাত্রী, পুনেতে বিতর্ক

পুবের কলম
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
  • / 17

মুম্বাই, ৯ ফেব্রুয়ারি: ইচ্ছে হয়েছিল বন্ধুরা মিলে পিৎজা খাবেন। সেমত অনলাইনে পিৎজা অর্ডার করেছিলেন এক ছাত্রী। কিন্তু পিৎজা খাওয়ার দায়ে তাদের যে শাস্তির মুখে পড়তে হবে, তা ঘুনাক্ষরেও টের পাননি তারা। শুধুমাত্র পিৎজা অর্ডারের কারণে চার ছাত্রীকে বহিষ্কার করেছে মহারাষ্ট্রের পুনের এক হোস্টেল কর্তৃপক্ষ।

Read More: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, ১৪ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা

জানা গিয়েছে, পুনেতে সামাজিক ন্যায়বিচার বিভাগ দ্বারা পরিচালিত হয় সমাজকল্যাণ নামের এক হোস্টেল। সেখানে ২৫০ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। শনিবার ওই হোস্টেলেরই এক ছাত্রী অনলাইনে পিৎজা অর্ডার করেছিলেন। এই খবর পাওয়ার পরই ওই ছাত্রীর ঘরে ছুটে যান হস্টেলের ওয়ার্ডেন মীনাক্ষী নারাহরে। হোস্টেলে কেনো পিৎজা! জানতে চান তিনি। উত্তর না মেলায় ওই চারজন ছাত্রীকে এক মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিৎজা অর্ডার করে বহিষ্কৃত চার ছাত্রী, পুনেতে বিতর্ক

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার

মুম্বাই, ৯ ফেব্রুয়ারি: ইচ্ছে হয়েছিল বন্ধুরা মিলে পিৎজা খাবেন। সেমত অনলাইনে পিৎজা অর্ডার করেছিলেন এক ছাত্রী। কিন্তু পিৎজা খাওয়ার দায়ে তাদের যে শাস্তির মুখে পড়তে হবে, তা ঘুনাক্ষরেও টের পাননি তারা। শুধুমাত্র পিৎজা অর্ডারের কারণে চার ছাত্রীকে বহিষ্কার করেছে মহারাষ্ট্রের পুনের এক হোস্টেল কর্তৃপক্ষ।

Read More: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, ১৪ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা

জানা গিয়েছে, পুনেতে সামাজিক ন্যায়বিচার বিভাগ দ্বারা পরিচালিত হয় সমাজকল্যাণ নামের এক হোস্টেল। সেখানে ২৫০ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। শনিবার ওই হোস্টেলেরই এক ছাত্রী অনলাইনে পিৎজা অর্ডার করেছিলেন। এই খবর পাওয়ার পরই ওই ছাত্রীর ঘরে ছুটে যান হস্টেলের ওয়ার্ডেন মীনাক্ষী নারাহরে। হোস্টেলে কেনো পিৎজা! জানতে চান তিনি। উত্তর না মেলায় ওই চারজন ছাত্রীকে এক মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।