যাত্রী বোঝাই বাস ও ডাম্পারের সংঘর্ষে আহত চোদ্দ

- আপডেট : ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার
- / 13
দেবশ্রী মজুমদার, রামপুরহাট: যাত্রী বোঝাই বেসরকারী বাস ও ডাম্পারের সংঘর্ষে চালক সহ আহত মোট চোদ্দ জন যাত্রী। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে তাদের মধ্যে বাস চালকের আঘাত গুরুতর।
জানা গেছে, মঙ্গলবার সকালে এক যাত্রী বোঝাই বেসরকারী বাস নলহাটির দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল। সেই সময় রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ডাম্পার। মোড়গ্রাম – পানাগড় ১৪ নম্বর জাতীয় সড়কের বীরভূম জেলার মাড়গ্রাম থানার বিনোদপুর প্রতাপ পুর মোড়ের কাছে যাত্রী বাহী বেসরকারী বাসের সঙ্গে বালি বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনার জেরে বাসের চালক সহ আহত হন মোট ১৪ জন। স্থানীয় শিবপুরের বাসিন্দা আবু তালেব জানান, মোড়ে চা খাচ্ছিলাম। বালির গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষের বিকট আওয়াজ শুনে আমরা ছুটে যায়। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। খবর দেওয়া হয় মাড়গ্রাম থানায়। খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থল ছুটে আসে। বাস ও ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।