১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বিনামূল্যে আধারকার্ড সংশোধনের সময়সীমা বাড়ল

ইমামা খাতুন
- আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক:বিনামূল্যে আধার তথ্য বদলের সুযোগ আরও তিন মাস বাড়ানো হচ্ছে। আগামী ১৪’ই সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ মিলবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ‘মাই আধার পোর্টালে’র মাধ্যমে পরিচয় এবং ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি সংশোধন ও সংযোজন করা যাবে। সাধারণভাবে এর জন্য খরচ হয় ২৫ টাকা। আধার কেন্দ্রে গিয়ে তা করাতে খরচ হয় ৫০ টাকা।
কিন্তু জানা গিয়েছে, ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত বিনা খরচে আধার আপডেট করা যাবে। কেন্দ্রীয় সরকার প্রতি ১০ বছর অন্তর নাগরিকদের আধার তথ্য আপডেট করার পরামর্শ দিয়েছে। এই কাজে উৎসাহ দিতে ১৫ ই মার্চ থেকে বিনামূল্য তথ্য বদলের সুযোগ দেওয়া হচ্ছে। আগে সময়সীমা ছিল ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত। পরে ১৪ জুন থেকে সময়সীমা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।