১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ধনী- দরিদ্র নির্বিশেষে বিনামূল্যে ইফতার, বাজার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 2

পুবের কলম ওয়েবডেস্কঃগত দুবছর ধরে করোনা মহামারির জেরে অনেকটাই নিয়ন্ত্রিত ছিল জনজীবন। ব্যতিক্রম নয় মালেশিয়াও।

বেশিরভাগ সময় মানুষ ঘরে সময় কাটিয়েছে। গত দুই রমজানেও বিধিনিষেধের কারণে রেস্তোরাঁয় ইফতার বিক্রির প্রবণতা ছিল বন্ধ। তবে এবার করোনা সংক্রমণ কমতে থাকায় বিধিনিষেধ মেনে চলছে নানা ধরনের ইফতারের আয়োজন।

 

সোমবার মালয়েশিয়ার পিং-সিটি পুত্রাযায়ার রমজান বাজার পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব। এসময় তিনি বাজারের ক্রেতা  ও স্টল অপারেটরদের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি  সেট মেনে চলার জন্য প্রশংসা করেন।

মালয়েশিয়ার শাহ আলম, পেনাং, কোয়ান্তান, মেলাকাসহ প্রতিটি রাজ্যে চলে ইফতার মেলা। মারদেকা মাঠেও করা হয়েছে ইফতারের বিশেষ আয়োজন। এছাড়া সরকারি ও বেসরকারিভাবে আয়োজন করা হয় ফ্রি ইফতারের। ধনী-গরিব সবাই একসঙ্গে বসে ফ্রি ইফতার করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালয়েশিয়ায় ধনী- দরিদ্র নির্বিশেষে বিনামূল্যে ইফতার, বাজার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃগত দুবছর ধরে করোনা মহামারির জেরে অনেকটাই নিয়ন্ত্রিত ছিল জনজীবন। ব্যতিক্রম নয় মালেশিয়াও।

বেশিরভাগ সময় মানুষ ঘরে সময় কাটিয়েছে। গত দুই রমজানেও বিধিনিষেধের কারণে রেস্তোরাঁয় ইফতার বিক্রির প্রবণতা ছিল বন্ধ। তবে এবার করোনা সংক্রমণ কমতে থাকায় বিধিনিষেধ মেনে চলছে নানা ধরনের ইফতারের আয়োজন।

 

সোমবার মালয়েশিয়ার পিং-সিটি পুত্রাযায়ার রমজান বাজার পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব। এসময় তিনি বাজারের ক্রেতা  ও স্টল অপারেটরদের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি  সেট মেনে চলার জন্য প্রশংসা করেন।

মালয়েশিয়ার শাহ আলম, পেনাং, কোয়ান্তান, মেলাকাসহ প্রতিটি রাজ্যে চলে ইফতার মেলা। মারদেকা মাঠেও করা হয়েছে ইফতারের বিশেষ আয়োজন। এছাড়া সরকারি ও বেসরকারিভাবে আয়োজন করা হয় ফ্রি ইফতারের। ধনী-গরিব সবাই একসঙ্গে বসে ফ্রি ইফতার করেন।