ওবাইদুল্লাহ লস্কর, ডায়মন্ড হারবার: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার্থীদের সেন্টারে পৌঁছে দিতে সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হয়েছে ডায়মন্ড হারবারে। শুধুমাত্র শহরের মধ্যে ৫০টি টোটো এবং গোটা বিধানসভা জুড়ে ১৫০-র বেশি টোটো পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।
সোমবার থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা দূর করতে ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদের তত্ত্বাবধানে এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছে দিতে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে শুধুমাত্র টোটো পরিষেবাই নয়, বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি বিশেষ ক্যাম্পও চালু করা হয়েছে, যেখানে পরীক্ষার্থী বা তাদের অভিভাবকরা যেকোনও সমস্যার সমাধান পেতে পারেন। এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা মাঠে নেমে পরীক্ষার্থীদের সাহায্য করছে। কেউ পথ হারালে বা কোনও সমস্যায় পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডায়মন্ড হারবার শহর এবং সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পরীক্ষার্থী বিভিন্ন ßুñলে পরীক্ষায় বসেছে। অনেকে বাস বা অন্যান্য যানবাহনে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করে যানজটের সমস্যায় পড়ে। অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায়, যা পরীক্ষার্থীদের মানসিক চাপ বাড়িয়ে দেয়। এবার সেই সমস্যার সমাধান করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উদ্যোগ নিয়েছে প্রশাসন।
ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের কর্মী অর্পণ মণ্ডল বলেন, ‘সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং পর্যবেক্ষক সামিম আহমেদের তত্ত্বাবধানে আমরা বিনামূল্যে টোটো পরিষেবা চালু করেছি, যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যা না হয়। এমনকী, যদি কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, তার জন্য চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।’ সোমবার এক পরীক্ষার্থী অবিনাশ বেড়া বলেন, ‘টোটো পরিষেবা পেয়ে আমরা খুবই খুশি। পরীক্ষা দিতে যাওয়ার পথে বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে এসে ক্যাম্পের সাহায্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পেরেছি।’