২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবি সুভাষ থেকে রুবি শনিবার হল ট্রায়াল রান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 10

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  কবি সুভাষ থেকে রুবি রুটে পরীক্ষামূলক মেট্রো চলল শনিবার। এই রুটে মেট্রো চলাচলের দায়িত্বে থাকা রেল বিকাশ নিগম জানিয়েছে চলতি বছরের শেষ দিকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে নিয়মিত যাত্রী পরিষেবার।

কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় মোট সাড়ে পাঁচ কিলোমিটার যাত্রাপথে মোট পাঁচটি স্টেশন থাকছে।  কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়।

একটি নন এসি রেককে এইদিন ট্রায়াল রানের জন্য বেছে নেওয়া হয়। এক মাস ধরে সপ্তাহে দুই দিন করে এই ট্রায়াল রান চালানো হবে। তবে এইদিন ট্রায়াল রান শুরু হওয়ার কিছু পরেই শব্দ করে  স্তব্ধ হয়ে যায় নন এসি রেকটি। ইঞ্জিনিয়াররা জানান যান্ত্রিক ত্রুটির জন্যই এই সমস্যা। এখন ট্রায়াল রান চলবে তাই ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ থাকবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কবি সুভাষ থেকে রুবি শনিবার হল ট্রায়াল রান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  কবি সুভাষ থেকে রুবি রুটে পরীক্ষামূলক মেট্রো চলল শনিবার। এই রুটে মেট্রো চলাচলের দায়িত্বে থাকা রেল বিকাশ নিগম জানিয়েছে চলতি বছরের শেষ দিকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে নিয়মিত যাত্রী পরিষেবার।

কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় মোট সাড়ে পাঁচ কিলোমিটার যাত্রাপথে মোট পাঁচটি স্টেশন থাকছে।  কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়।

একটি নন এসি রেককে এইদিন ট্রায়াল রানের জন্য বেছে নেওয়া হয়। এক মাস ধরে সপ্তাহে দুই দিন করে এই ট্রায়াল রান চালানো হবে। তবে এইদিন ট্রায়াল রান শুরু হওয়ার কিছু পরেই শব্দ করে  স্তব্ধ হয়ে যায় নন এসি রেকটি। ইঞ্জিনিয়াররা জানান যান্ত্রিক ত্রুটির জন্যই এই সমস্যা। এখন ট্রায়াল রান চলবে তাই ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ থাকবে।