০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার থেকে পুরনিগমের ট্যাক্স বিলে থাকবে কিউ আর কোড, জানুন বিস্তারিত  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 9

আইভি আদক, হাওড়া:  এবার থেকে পুরনিগমের ট্যাক্স বিলে থাকবে কিউ আর কোড। এর মাধ্যমে স্ক্যান করে অনলাইনে ট্যাক্স দিতে পারবেন পুর নাগরিকরা। এছাড়াও গভর্মেন্টের স্পনসরড শিক্ষাপ্রতিষ্ঠানে এবার থেকে আর প্রপার্টি ট্যাক্স দিতে হবে না। তার পরিবর্তে অ্যানুয়াল ভ্যালুর উপর ১ শতাংশ সার্ভিস চার্জ নেওয়া হবে।

এর সঙ্গে পুরনিগমের দেওয়া লেটার ফর মিউটেশনের পরিবর্তে দেওয়া হবে মিউটেশন সার্টিফিকেট। অন্যদিকে, পড়ে থাকা জমি বা বাড়িতে আগাছা হওয়ার খবর পেলে এবার থেকে নিখরচায় সেই আগাছা পরিষ্কার করবে না হাওড়া পুরসভা। এবার থেকে তা পরিষ্কার করার খরচ নেবে তারা।

আরও পড়ুন: Breaking: রাজা তৃতীয় চার্লসের অভিষেক আজ,  কি কি অনুষ্ঠান হবে— জানুন বিস্তারিত

হাওড়া পুর প্রশাসকমন্ডলীর প্রধান ডা: সুজয় চক্রবর্তী এবিষয়ে সাংবাদিকদের বলেন, অনেক সময় বিভিন্ন জায়গায় বাড়ি, জমি পড়ে থাকে। সেখানে মানুষ বসবাস করে না। ফলে সেই জায়গায় জঞ্জাল ফেলার জায়গা হয়ে যায়। এই কারণে তখন পাশের বাড়ির মানুষের অসুবিধা হয়। এমন অভিযোগ বিশেষ করে ডেঙ্গুর সময় বিভিন্ন এলাকা থেকে এসেছিল। এতদিন সেই অভিযোগ পেলে পুরনিগম নিজের খরচে সেই এলাকা পরিষ্কার করে দিত। এমন কি তালা দেওয়া কোনও জমি বা বাড়ির তালা ভেঙে পরিষ্কার করতে পুলিশ প্রশাসনের সাহায্যও নেওয়া হত। এবার তা পরিষ্কারের জন্য ওই জমি বা বাড়ির মালিকের কাছ থেকে আদায় করা হবে। ট্যাক্স বিলে রিকভারি কস্ট হিসেবে টাকা যুক্ত করা হবে।

আরও পড়ুন: Breaking: করোনা শেষ! কি বলছে ‘হু’, জানুন বিস্তারিত

সুজয় চক্রবর্তী আরও জানান, ট্যাক্স বিল আরও অত্যাধুনিক করা হল। এখন থেকে ট্যাক্স বিলে দেওয়া থাকবে কিউ আর কোড। এই কিউ আর কোড স্ক্যান করে শুধুমাত্র যে ট্যাক্সের  ডিটেলস পাওয়া যাবে তাই নয় এর সঙ্গে অনলাইনেও ট্যাক্স প্রদান করা যাবে।মানুষ মিউটেশন করতে গেলে পুরনিগম এবার থেকে দেবে  মিউটেশন সার্টিফিকেট। আগে মিউটেশনের সময় পুরনিগম লেটার ফর মিউটেশন দিত। এর ফরম্যাট প্রতিটি বোরোতে আলাদা ছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে মিউটেশন করতে গেলে দেওয়া হবে মিউটেশন সার্টিফিকেট। এই ব্যবস্থা ২০২৩-২৪ আর্থিক বর্ষে গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: বদলে যাবে শিয়ালদহ স্টেশন চত্ত্বর, জানুন বিস্তারিত

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার থেকে পুরনিগমের ট্যাক্স বিলে থাকবে কিউ আর কোড, জানুন বিস্তারিত  

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার

আইভি আদক, হাওড়া:  এবার থেকে পুরনিগমের ট্যাক্স বিলে থাকবে কিউ আর কোড। এর মাধ্যমে স্ক্যান করে অনলাইনে ট্যাক্স দিতে পারবেন পুর নাগরিকরা। এছাড়াও গভর্মেন্টের স্পনসরড শিক্ষাপ্রতিষ্ঠানে এবার থেকে আর প্রপার্টি ট্যাক্স দিতে হবে না। তার পরিবর্তে অ্যানুয়াল ভ্যালুর উপর ১ শতাংশ সার্ভিস চার্জ নেওয়া হবে।

এর সঙ্গে পুরনিগমের দেওয়া লেটার ফর মিউটেশনের পরিবর্তে দেওয়া হবে মিউটেশন সার্টিফিকেট। অন্যদিকে, পড়ে থাকা জমি বা বাড়িতে আগাছা হওয়ার খবর পেলে এবার থেকে নিখরচায় সেই আগাছা পরিষ্কার করবে না হাওড়া পুরসভা। এবার থেকে তা পরিষ্কার করার খরচ নেবে তারা।

আরও পড়ুন: Breaking: রাজা তৃতীয় চার্লসের অভিষেক আজ,  কি কি অনুষ্ঠান হবে— জানুন বিস্তারিত

হাওড়া পুর প্রশাসকমন্ডলীর প্রধান ডা: সুজয় চক্রবর্তী এবিষয়ে সাংবাদিকদের বলেন, অনেক সময় বিভিন্ন জায়গায় বাড়ি, জমি পড়ে থাকে। সেখানে মানুষ বসবাস করে না। ফলে সেই জায়গায় জঞ্জাল ফেলার জায়গা হয়ে যায়। এই কারণে তখন পাশের বাড়ির মানুষের অসুবিধা হয়। এমন অভিযোগ বিশেষ করে ডেঙ্গুর সময় বিভিন্ন এলাকা থেকে এসেছিল। এতদিন সেই অভিযোগ পেলে পুরনিগম নিজের খরচে সেই এলাকা পরিষ্কার করে দিত। এমন কি তালা দেওয়া কোনও জমি বা বাড়ির তালা ভেঙে পরিষ্কার করতে পুলিশ প্রশাসনের সাহায্যও নেওয়া হত। এবার তা পরিষ্কারের জন্য ওই জমি বা বাড়ির মালিকের কাছ থেকে আদায় করা হবে। ট্যাক্স বিলে রিকভারি কস্ট হিসেবে টাকা যুক্ত করা হবে।

আরও পড়ুন: Breaking: করোনা শেষ! কি বলছে ‘হু’, জানুন বিস্তারিত

সুজয় চক্রবর্তী আরও জানান, ট্যাক্স বিল আরও অত্যাধুনিক করা হল। এখন থেকে ট্যাক্স বিলে দেওয়া থাকবে কিউ আর কোড। এই কিউ আর কোড স্ক্যান করে শুধুমাত্র যে ট্যাক্সের  ডিটেলস পাওয়া যাবে তাই নয় এর সঙ্গে অনলাইনেও ট্যাক্স প্রদান করা যাবে।মানুষ মিউটেশন করতে গেলে পুরনিগম এবার থেকে দেবে  মিউটেশন সার্টিফিকেট। আগে মিউটেশনের সময় পুরনিগম লেটার ফর মিউটেশন দিত। এর ফরম্যাট প্রতিটি বোরোতে আলাদা ছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে মিউটেশন করতে গেলে দেওয়া হবে মিউটেশন সার্টিফিকেট। এই ব্যবস্থা ২০২৩-২৪ আর্থিক বর্ষে গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: বদলে যাবে শিয়ালদহ স্টেশন চত্ত্বর, জানুন বিস্তারিত