২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি অবস্থা থেকে কোভিড টিকা, ৯০ তম মন কি বাতে একাধিক বিষয় তুলে ধরলেন মোদি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার
  • / 4

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ নিজের বিশেষ বেতার অনুষ্ঠান মন কি বাতে জরুরি অবস্থার অন্ধকার সময়ের কথা মনে করালেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। রবিবার মোদি বলেন আজ যখন আমরা দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ আজাদির অমৃত মহোৎসব পালন করছি তখন আমাদের  জরুরি অবস্থা চলাকালীন সেই অন্ধকার সময়ের কথা ভুলে গেলে চলেবেনা।  এইদিন প্রধানমন্ত্রী মন কি বাতে আশা প্রকাশ করেন ভারত ২০০  কোটি করোনা ভ্যাকসিনের ডোজ পরিচালনার কাছাকাছি ইতিমধ্যেই পৌঁছেছে। এইদিন তিনি বলেন “আমাদের করোনার বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে, এটা সন্তোষজনক যে আজ দেশবাসীর নাগালের মধ্যে বুস্টার ডোজও আছে। আমরা ২০০ কোটি ভ্যাকসিন ডোজের কাছাকাছি পৌঁছেছি। দেশে বুস্টার  ডোজও দেওয়া শুরু হয়ে গিয়েছে। যদি আপনার দ্বিতীয় ডোজের পরে বুস্টার ডোজ নেওয়ার সময় হয়, তবে আপনাকে অবশ্যই এই তৃতীয় ডোজটি গ্রহণ করতে হবে। আপনার পরিবারের সদস্যদের, বিশেষ করে বয়স্কদেরও  বুস্টার ডোজ দিন”

এ দিনের মন কি বাত-এ মোদি ভারতের মহাকাশ গবেষণা নিয়েও কথা বলেন ৷ তিনি বলেন সাম্প্রতিক সময় মহাকাশ গবেষণায় ভারত অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ৷ তিনি বলেন, “সম্প্রতি মহাকাশ গবেষণায় অভাবনীয় সাফল্য এসেছে ৷ এর মধ্যে মহাকাশ সংক্রান্ত সংস্থা স্থাপন অন্যতম ৷ এটি এমন একটি সংস্থা, যা  মহাকাশ গবেষণার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগককে ত্বরান্বিত করবে ৷” ৯০ তম   মন কি বাত অনুষ্ঠানে নীরজ শর্মার মতো তরুণ ক্রীড়াবিদদেরও ভূয়সী প্রশংসা করেছেন মোদি ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জরুরি অবস্থা থেকে কোভিড টিকা, ৯০ তম মন কি বাতে একাধিক বিষয় তুলে ধরলেন মোদি

আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ নিজের বিশেষ বেতার অনুষ্ঠান মন কি বাতে জরুরি অবস্থার অন্ধকার সময়ের কথা মনে করালেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। রবিবার মোদি বলেন আজ যখন আমরা দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ আজাদির অমৃত মহোৎসব পালন করছি তখন আমাদের  জরুরি অবস্থা চলাকালীন সেই অন্ধকার সময়ের কথা ভুলে গেলে চলেবেনা।  এইদিন প্রধানমন্ত্রী মন কি বাতে আশা প্রকাশ করেন ভারত ২০০  কোটি করোনা ভ্যাকসিনের ডোজ পরিচালনার কাছাকাছি ইতিমধ্যেই পৌঁছেছে। এইদিন তিনি বলেন “আমাদের করোনার বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে, এটা সন্তোষজনক যে আজ দেশবাসীর নাগালের মধ্যে বুস্টার ডোজও আছে। আমরা ২০০ কোটি ভ্যাকসিন ডোজের কাছাকাছি পৌঁছেছি। দেশে বুস্টার  ডোজও দেওয়া শুরু হয়ে গিয়েছে। যদি আপনার দ্বিতীয় ডোজের পরে বুস্টার ডোজ নেওয়ার সময় হয়, তবে আপনাকে অবশ্যই এই তৃতীয় ডোজটি গ্রহণ করতে হবে। আপনার পরিবারের সদস্যদের, বিশেষ করে বয়স্কদেরও  বুস্টার ডোজ দিন”

এ দিনের মন কি বাত-এ মোদি ভারতের মহাকাশ গবেষণা নিয়েও কথা বলেন ৷ তিনি বলেন সাম্প্রতিক সময় মহাকাশ গবেষণায় ভারত অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ৷ তিনি বলেন, “সম্প্রতি মহাকাশ গবেষণায় অভাবনীয় সাফল্য এসেছে ৷ এর মধ্যে মহাকাশ সংক্রান্ত সংস্থা স্থাপন অন্যতম ৷ এটি এমন একটি সংস্থা, যা  মহাকাশ গবেষণার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগককে ত্বরান্বিত করবে ৷” ৯০ তম   মন কি বাত অনুষ্ঠানে নীরজ শর্মার মতো তরুণ ক্রীড়াবিদদেরও ভূয়সী প্রশংসা করেছেন মোদি ।