BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট তেলেঙ্গানায় সুড়ঙ্গে ধস, উদ্ধার কাজ নিয়ে খোঁজ নিলেন রাহুল গান্ধি জার্মানিতে চলছে ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগে ঘর গোছাতে রাজ্য সম্মেলন ঘোষণা তৃণমূলের, প্রধানবক্তা মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খানের নামে স্টেডিয়াম টানেল ধস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর

BUDGET 2025: বাজেটে কোন কোন জিনিসের দাম কমল?

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম, ওয়েবডেস্ক:  কোন কোন জিনিসের দাম কমল আজকের বাজেটে। দেখে নিন এক নজরে। 

১) বৈদ্যুতিন জিনিসে কমানো হয়েছে শুল্ক । ফলস্বরূপ  সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি।

২) মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে মোবাইলের।

৩) ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি।

৪) লেড এবং জিঙ্কের উপর থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করায় ব্যাটারির দাম কমবে।

৫) সস্তা হবে মেডিক্যাল এবং সার্জিক্যাল সরঞ্জামও।

৬)  দাম কমবে জাহাজের যন্ত্রাংশের।

৭)  দেশে তৈরি পোশাকও সস্তা হবে।

8) সামুদ্রিক মাছ-সহ একাধিক সিফুডের দামও কমবে।

৯) ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক।

১০) ক্যারিয়ার-গ্রেড ইথারনেটের সুইচ এবং এলসিডি/এলইডি টিভির ‘সেল’-এর দাম কমবে।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder