সফিকুল ইসলাম (দুলাল), বর্ধমান: কালনার সমুদ্রগড়ের দক্ষিণবাটি গ্রামে সাব-মার্শিবল কল বসানোর জন্য পাইপ বোরিং করতেই তাজ্জব মিস্ত্রিরা। শনিবার ধোঁয়ার মতো গ্যাস বের হতে শুরু করে। সেখানে দেশলাই কাঠি মারতেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাকৃতিক গ্যাস থেকে আগুনের সেই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে আশপাশের মানুষজন।
ঘটনার খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিপদের আশঙ্কায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে আসে দুটি দমকলের ইঞ্জিন। গোটা এলাকাকে ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। কি কারণে বা কোন গ্যাস বেরোচ্ছে তা এখনও পরিষ্কার নয়। পরিস্থিতি পর্যালোচনা এবং গ্যাসের প্রকৃতি নির্ধারণের জন্য তড়িঘড়ি খবর দেওয়া হয়েছে ওএনজিসি-কে।
জানা গিয়েছে, ওএনজিসি-র বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসছে। তাঁরা বিষযটি খতিয়ে দেখে জানাতে পারবেন বিশদে। এক গ্রামবাসী কুদ্দুস আলি শেখ জানিয়েছেন, ‘এভাবে হঠাৎ গ্যাস বের হওয়া এবং আগুন ধরে যাওয়া ভয়ঙ্কর। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।’
এ বিষয়ে পঞ্চায়েত প্রধান রঞ্জিত দেবনাথ বলেছেন, ‘পুলিশ-প্রশাসন এবং দমকল বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। ওএনজিসি-র বিশেষজ্ঞ দল এসে গ্যাসের প্রকৃতি পরীক্ষা করবে। আপাতত এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছেন এবং গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। স্থানীয় মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে।