১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আজমির শরীফে স্বাগত জানানো হল গৌতম আদানি ও তাঁর স্ত্রীকে

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
  • / 19

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি: গৌতম আদানি এবং তার স্ত্রী প্রীতি আদানি রবিবার আজমির শরীফ পরিদর্শনে যান। এ সময় তারা খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে ফুল বিছিয়ে দেওয়ার পাশাপাশি মখমলের চাদর উপহার দেন। আদানি পরিবারকে স্বাগত জানান আজমির শরীফ এবং চিশতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী সৈয়দ সালমান চিশতি।

তিনি বলেন, ‘গৌতম আদানি সারা দেশের জন্য প্রার্থনা করেছেন।’ এছাড়াও হাজী সৈয়দ সালমান চিশতি গৌতম আদানিকে তার দূরদর্শী নেতৃত্ব, জনহিতকর কাজ এবং মানবিক সেবায় অবদানের জন্য ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করেন। গৌতম আদানি বলেন ‘আজমের শরীফের মতো পবিত্র স্থানে এসে আমরা অপরিসীম শান্তি এবং ইতিবাচকতা অনুভব করেছি।

আধ্যাত্মিকতা আমাদের সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে শেখায়।’ দরগাহ শরীফে আগত হাজার হাজার মানুষের জন্য তিনি নিরামিষ খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করেন এদিন। উল্লেখ্য যে গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাজা মইনুদ্দিন চিস্তির উরস উৎসবে চাদর পাঠান। এ বছর নিয়ে মোট ১১ বার চাদর চড়াতে চলেছেন মোদি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজমির শরীফে স্বাগত জানানো হল গৌতম আদানি ও তাঁর স্ত্রীকে

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি: গৌতম আদানি এবং তার স্ত্রী প্রীতি আদানি রবিবার আজমির শরীফ পরিদর্শনে যান। এ সময় তারা খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে ফুল বিছিয়ে দেওয়ার পাশাপাশি মখমলের চাদর উপহার দেন। আদানি পরিবারকে স্বাগত জানান আজমির শরীফ এবং চিশতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী সৈয়দ সালমান চিশতি।

তিনি বলেন, ‘গৌতম আদানি সারা দেশের জন্য প্রার্থনা করেছেন।’ এছাড়াও হাজী সৈয়দ সালমান চিশতি গৌতম আদানিকে তার দূরদর্শী নেতৃত্ব, জনহিতকর কাজ এবং মানবিক সেবায় অবদানের জন্য ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করেন। গৌতম আদানি বলেন ‘আজমের শরীফের মতো পবিত্র স্থানে এসে আমরা অপরিসীম শান্তি এবং ইতিবাচকতা অনুভব করেছি।

আধ্যাত্মিকতা আমাদের সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে শেখায়।’ দরগাহ শরীফে আগত হাজার হাজার মানুষের জন্য তিনি নিরামিষ খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করেন এদিন। উল্লেখ্য যে গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাজা মইনুদ্দিন চিস্তির উরস উৎসবে চাদর পাঠান। এ বছর নিয়ে মোট ১১ বার চাদর চড়াতে চলেছেন মোদি।