BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট হেট স্পিচ: বিজেপি নেতা পিসি জর্জের আগাম জামিন নাকচ দুবাইয়ে সব বেসরকারি স্কুলে বাধ্যতামূলক হল আরবি ৫০ বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সিআইএর পাকিস্তান ম্যাচের আগে বাবা তৌসিফকে স্মরণ শামির ইউজিসির খসড়া নির্দেশিকার বিরোধিতায় জাতীয় কনভেনশন, যোগ দিল অবিজেপিশাসিত চার রাজ্য হেমন্ত রাজ্যে মুসলিম সাংসদ রাকিবুল হুসেনের ওপর প্রাণঘাতী হামলা শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধি ভাষা ও সাহিত্য হোক দ্বীন প্রচারের মাধ্যম কুরআনের আলোকে মাতৃভাষার মর্যাদা মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের অবসরভাতা বেড়ে হল ৫ লক্ষ

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলা বিনোদনে  বিনিয়োগ বৃদ্ধির আশা গৌতম ঘোষের

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদকঃ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সৃজনশীল অর্থনীতি ও চলচ্চিত্র শিল্পে বাংলার প্রসার নিয়ে বক্তব্য রাখলেন পরিচালক গৌতম ঘোষ । তিনি জানান, এদিন ২ ঘণ্টার এক দারুণ সেশন হয়েছে। অভিনেতা দেব, রুক্মিণী মৈত্র-সহ অনেকেই তাঁদের বক্তব্য পেশ করেন। গৌতম বলেন, “আজকাল ওটিটি প্লাটফর্ম এ ইনভেস্ট হচ্ছে। কিন্তু এর সঙ্গে আমাদের ট্র্যাডিশন ও হেরিটেজকে সংরক্ষণ করে কিছু করা যায় কি না সে চেষ্টাও আমাদের রয়েছে।” পাশাপাশি বাংলার ভৌগলিক অবস্থানের কারণে এ রাজ্য সিনে নির্মাতাদের জন্য আদর্শ জায়গা। তাই এবার বাইরের পরিচালকরা যাতে অনেক বেশি করে এখানে শুটিং করতে পারেন সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

বিজিবিএসের দ্বিতীয় দিনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক জানান, পশ্চিমবঙ্গে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ রয়েছে। অরণ্য সুন্দরী সুন্দরবন থেকে শুরু করে উল্লেখযোগ্য পর্যটন স্থান শুধু যে সিনেমার শুটিং করার জন্য আদর্শ তাই নয় ,পাশাপাশি এই রাজ্য সৃজনশীল অর্থনীতি আর ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে পারে। তাই রাজ্যের বাইরে থেকে বিনিয়োগ আকর্ষণ করা, শিল্প ও বাণিজ্যের মধ্যে একটি সমন্বয় গড়ে তোলার লক্ষ্যেই এগিয়ে চলেছে এই সম্মেলন। কীভাবে ইউরোপের মতো দেশ থেকেও কো- প্রোডাকশন বাড়ানো যায় তা নিয়ে এবারের সম্মেলনে অত্যন্ত সদর্থক আলোচনা হয়েছে। আগামীতে বাংলা বিনোদন জগতে বিনিয়োগ বৃদ্ধি নিয়েও আশাবাদী তিনি।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder