০৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নদীর পলিতে আটকে করুণ দশা বৃদ্ধের! উদ্ধারে এসে হাসি যোগীরাজ্যের পুলিশের! ভাইরাল ভিডিও  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ অক্টোবর ২০২২, রবিবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক: পানীয় জল আনতে গিয়ে নদীর পলিতে আটকে গেলেন বৃদ্ধ। তাকে কোনও রকমে উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, এক বৃদ্ধ নদীর পলি মাটিতে আটকে গেছেন। সেখান থেকে প্রাণপনে তিনি বের হওয়ার চেষ্টা করছেন। তার পাশে পরে রয়েছে একটি স্টিলের ঘড়া। সেই ঘড়াটি নিয়েই তিনি জল আনতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের কেন নদীতে। পুলিশ তাকে উদ্ধার করে। স্থানীয়রা এই উদ্ধার কাজে হাত লাগায়।

 

এমনকী উদ্ধারের সময় বৃদ্ধের এই পরিণতি দেখে এক পুলিশ অফিসার সহ স্থানীয় অনেককেই ভিডিও করতে করতে দেখা গেছে। এমনকী বৃদ্ধের এই করুণ পরিস্থিতিতে এক পুলিশ অফিসারকে হাসতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, স্থানীয়রা বৃদ্ধকে একটি লাঠি তার সামনে এগিয়ে দিয়েছে। সেটা ধরেই বৃদ্ধ কোনও রকমে সেই পলিমাটি থেকে বের হওয়া চেষ্টা করছেন।উত্তরপ্রদেশে হামিরপুরে এই ঘটনা ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেন প্রশ্ন রাজ্য সরকার এত প্রতিশ্রুতি দেওয়া পরে মানুষের পানীয় জলের এমন অবস্থা কেন? নেটাগরিকদের প্রশ্ন যেখানে যোগী সরকার ভুরি ভুরি পানীয় জল নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে এই ধরনের পানীয় জলের অবস্থা মানুষের জীবনে ঝুঁকির কারণ! বৃদ্ধকে উদ্ধারের সময় রাজ্যের এক পুলিশের ব্যাঙ্গাত্মক হাসি দেখেও সমালোচনায় সরব হয়েছেন নেটাগরিকরা।

 

জানা গিয়েছে, হামিরপুরের কেন নদীতে পানীয় জল আনতে গিয়েছে গ্রামের দুই বাসিন্দা। এর পরেই তারা নদীর পলিমাটিতে আটকে পড়েন। গ্রামের স্থানীয় মানুষ ও প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার করা হয়।ভাইরাল হওয়া ভিডিওটি হামিরপুর জেলার সিসোলার থানার অন্তর্গত বাচা কাহানি গ্রামের বলে অভিযোগ।স্থানীয়রা জানিয়েছেন, কলের জল লবণাক্ত এবং খাওয়ার অনুপযোগী, তাই গ্রামবাসীরা নদীর জল এনে খাওয়া ছাড়া গতি নেই।

উদ্ধার হওয়া এক ব্যক্তি অপর একটি ভিডিওতে জানিয়েছেন, পানীয় জলের জন্য তাদের সব সময় নদীতেই যেতে হয়। অন্য একজন স্থানীয় ব্যক্তি বলেন, রাজ্যের জলশক্তি মন্ত্রী সম্প্রতি নমামি গঙ্গে মিশন প্রকল্পে হামিরপুরে এসে স্থানীয়দের নিশ্চিত করেছিলেন যে তারা দ্রুত কলের জল পাবেন। কিন্তু মন্ত্রী প্রতিশ্রুতির পরেও অনিশ্চয়তা থেকেই গেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নদীর পলিতে আটকে করুণ দশা বৃদ্ধের! উদ্ধারে এসে হাসি যোগীরাজ্যের পুলিশের! ভাইরাল ভিডিও  

আপডেট : ৯ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পানীয় জল আনতে গিয়ে নদীর পলিতে আটকে গেলেন বৃদ্ধ। তাকে কোনও রকমে উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, এক বৃদ্ধ নদীর পলি মাটিতে আটকে গেছেন। সেখান থেকে প্রাণপনে তিনি বের হওয়ার চেষ্টা করছেন। তার পাশে পরে রয়েছে একটি স্টিলের ঘড়া। সেই ঘড়াটি নিয়েই তিনি জল আনতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের কেন নদীতে। পুলিশ তাকে উদ্ধার করে। স্থানীয়রা এই উদ্ধার কাজে হাত লাগায়।

 

এমনকী উদ্ধারের সময় বৃদ্ধের এই পরিণতি দেখে এক পুলিশ অফিসার সহ স্থানীয় অনেককেই ভিডিও করতে করতে দেখা গেছে। এমনকী বৃদ্ধের এই করুণ পরিস্থিতিতে এক পুলিশ অফিসারকে হাসতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, স্থানীয়রা বৃদ্ধকে একটি লাঠি তার সামনে এগিয়ে দিয়েছে। সেটা ধরেই বৃদ্ধ কোনও রকমে সেই পলিমাটি থেকে বের হওয়া চেষ্টা করছেন।উত্তরপ্রদেশে হামিরপুরে এই ঘটনা ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেন প্রশ্ন রাজ্য সরকার এত প্রতিশ্রুতি দেওয়া পরে মানুষের পানীয় জলের এমন অবস্থা কেন? নেটাগরিকদের প্রশ্ন যেখানে যোগী সরকার ভুরি ভুরি পানীয় জল নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে এই ধরনের পানীয় জলের অবস্থা মানুষের জীবনে ঝুঁকির কারণ! বৃদ্ধকে উদ্ধারের সময় রাজ্যের এক পুলিশের ব্যাঙ্গাত্মক হাসি দেখেও সমালোচনায় সরব হয়েছেন নেটাগরিকরা।

 

জানা গিয়েছে, হামিরপুরের কেন নদীতে পানীয় জল আনতে গিয়েছে গ্রামের দুই বাসিন্দা। এর পরেই তারা নদীর পলিমাটিতে আটকে পড়েন। গ্রামের স্থানীয় মানুষ ও প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার করা হয়।ভাইরাল হওয়া ভিডিওটি হামিরপুর জেলার সিসোলার থানার অন্তর্গত বাচা কাহানি গ্রামের বলে অভিযোগ।স্থানীয়রা জানিয়েছেন, কলের জল লবণাক্ত এবং খাওয়ার অনুপযোগী, তাই গ্রামবাসীরা নদীর জল এনে খাওয়া ছাড়া গতি নেই।

উদ্ধার হওয়া এক ব্যক্তি অপর একটি ভিডিওতে জানিয়েছেন, পানীয় জলের জন্য তাদের সব সময় নদীতেই যেতে হয়। অন্য একজন স্থানীয় ব্যক্তি বলেন, রাজ্যের জলশক্তি মন্ত্রী সম্প্রতি নমামি গঙ্গে মিশন প্রকল্পে হামিরপুরে এসে স্থানীয়দের নিশ্চিত করেছিলেন যে তারা দ্রুত কলের জল পাবেন। কিন্তু মন্ত্রী প্রতিশ্রুতির পরেও অনিশ্চয়তা থেকেই গেছে।