আফগানিস্তানে বন্ধই থাকছে মেয়েদের মাধ্যমিক স্কুল

- আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার
- / 12
পুবের কলম প্রতিবেদক: আফগানিস্তানে তালিবান সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী সব স্কুল খুললেও পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত বন্ধ থাকছে মেয়েদের মাধ্যমিক স্কুল। বুধবার আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামি আইন ও আফগান সংস্কৃতি অনুসারে পরিকল্পনা প্রণয়ন না হওয়া পর্যন্ত মেয়েদের জন্য মাধ্যমিক স্কুল বন্ধ থাকছে।
এতে বলা হয়, ‘আমরা মেয়েদের সব মাধ্যমিক স্কুল ও যেসব স্কুলে ষষ্ঠ শ্রেণির ওপর ছাত্রী রয়েছে, তাদের পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি।’ এর ফলে সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত আফগান ছাত্রীদের শিক্ষা কার্যক্রম অনিশ্চিত হয়ে গেল। তবে এই পদক্ষেপের কারণ বা কবে আবার মেয়েদের স্কুল খুলে দেওয়া হবে, এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এ দিকে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশনা ও যোগাযোগ বিষয়ক পরিচালক আজিজ আহমদ রাইয়ান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় আমাদের জাতিকে দেশের সবার শিক্ষার অধিকার প্রদানের পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে।’
আফগান ছাত্রীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বলছে, তালিবান নেতৃত্বের উচিত ছাত্রীদের তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করা। রাজধানী কাবুলের এক স্কুলশিক্ষার্থী মালিকা বলে, ‘তারা ইসলামি দেশ হওয়ার দাবি করে, তারা বলে আমরা ইসলামি আমিরাত। সুতরাং তাদের উচিত ইসলামের মহান নবীর বাণী অনুসারে কাজ করা, যেমনটি তিনি বলেছেন যে নারী ও পুরুষ সবারই শিক্ষার অধিকার রয়েছে।’