পাহাড়ে খুন জিএনএলএফ নেতা, ধাক্কা মেরে খাদে ফেলে দেওয়ার অভিযোগ

- আপডেট : ২ মে ২০২৩, মঙ্গলবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্ব চলার মধ্যেই জিএনএলএফ নেতাকে খুনের অভিযোগ পাহাড়ে। মৃতের নাম রোশন লামা। কালিম্পংয়ের জিএনএলএফ নেতা তথা প্রাক্তন কাউন্সিলর ছিলেন তিনি। পেডংয়ে ফেরার সময় রামধুরার কাছে রোশন লামার গাড়ির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। তাতে বাইক আরোহীর সঙ্গে জিএনএলএফ নেতা বচসায় জড়িয়ে পড়ে। হাতাহাতি হয় বলে খবর। সেই সময় ধাক্কা মেরে রোশন লামাকে খাদে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপর জিএনএলএফ নেতাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে জানান চিকিৎসকেরা। ঘটনায় একজন আটক করা হয়েছে। এই ঘটনার ব্যক্তিগত আক্রোশ না রাজনৈতিক পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, গাড়িতে রোশন লামার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে।রবিবার রাত সাড়ে আটটা নাগাদ বারমেক দেওয়ারিতে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রেক্ষিতে রোশন লামার ভাই ভূষণ লামা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লাভা থানার পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৭ এবং ৩০২ ধারায় মামলা কেস করা হয়েছে।
রোশন লামাকে ধাক্কা মারার পর থেকেই এলাকা থেকে পলাতক ছিল অভিযুক্ত যুবক। ১৬ মাইল এলাকার বাসিন্দা ওই শেরিং শেরপার খোঁজে গতকাল রাতে এবং আজ সকালে দফায় দফায় অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত ওই অভিযুক্ত যুবককে আটক করেছে লাভা থানার পুলিশ। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, ওই যুবক ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড ঘটিয়েছে কি না, সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন লাভা থানার পুলিশকর্মীরা।
জিএনএলএফ বিজেপির জোটসঙ্গী। পাহাড়ে তাদের একজন বিধায়কও রয়েছে। এই অবস্থায় রাজনৈতিক খুনের অভিযোগ তুলছে বিজেপি।