পুবের কলম, ওয়েবডেস্ক: জিমেল বড় পরিবর্তন আনল গুগল। অ্যাকাউন্ট সুরক্ষার কথা মাথায় রেখে নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে সংস্থাটি। এর আগে এসএমএসের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট যাচাইকরণ (authentication) করা হত। সেই নিয়মে বড় পরিবর্তন আনার ঘোষণা করেছে গুগল। এসএমএস পরিবর্তে এবার থেকে কিউআর কোডের মাধ্যমে যাচাইকরণ করতে হবে।
পুরানো লগ ইন সিস্টেমটি কী ছিল?
এর আগে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের অংশ হিসেবে ব্যবহারকারীদের ছয় সংখ্যার এসএমএস কোড পাঠানো হত। হ্যাকাররা যাতে ফেক জিমেল খুলে কোনও অপরাধীদ মূলক কার্যকলাপ না চালাতে পারে, তার জন্য এই কোডগুলি অথেনটিকেশনের সিস্টেম চালু ছিল। তবে এবার থেকে এই অথেনটিকেশন বা ভেরিফিকেশন আরও কড়া করছে গুগল। কিউআর কোডের মাধ্যমে অথেনটিকেশন করার ঘোষণা করেছে সংস্থাটি।
কীভাবে কাজ করবে নয়া সিস্টেম?
এসএমএস কোড পাওয়ার পরিবর্তে এবার থেকে ব্যবহারকারীরা যাচাইয়ের সময় একটি কিউআর কোড দেখতে পাবেন। তারা তাদের পরিচয় নিশ্চিত করতে তাদের স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে এটি স্ক্যান করবেন। তারপর অটোমেটিক অথেনটিকেশন সম্পন্ন হয়ে যাবে। মনে করা হচ্ছে, এই পদ্ধতি এসএমএসের থেকে অনেকটাই বেশি সুরক্ষিত। কিউআর কোডে কারচুপি বা জালিয়াতি করা তুলনামূলক অনেকটাই কঠিন। জিমেলের মুখপাত্র রস রিচেনডর্ফার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, “বিশ্বব্যাপী এসএমএসের অপব্যবহারের প্রভাব কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন করা হবে। এই পদক্ষেপ বিশ্বব্যাপী জিমেল ব্যবহারকারীদের আরও নিরাপদ এবং সুরক্ষা দেবে।”