আর্থিক মন্দার জের, ১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল মালিক সংস্থা অ্যালফাবেট
ইমামা খাতুন
- আপডেট :
২০ জানুয়ারী ২০২৩, শুক্রবার
- / 20
পুবের কলম ওয়েব ডেস্কঃ টেক দুনিয়ায় সাম্প্রতিক সময়ে বড় বড় প্রতিষ্ঠান বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই এর পথে হাঁটছে। ইতিমধ্যেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, অ্যাপল এবং আমাজনের মতো প্রতিষ্ঠানগুলোও কর্মী ছাঁটাই করেছে। তবে গুগল এর মালিক সংস্থা অ্যালফাবেটের এ ঘোষণা এই খাতে সবশেষ ধাক্কা।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে গুগল এর মালিক সংস্থা অ্যালফাবেট। সংস্থার মোট কর্মী সংখ্যার প্রায় ৬ শতাংশ এটি। গুগল প্রধান সুন্দর পিচাই শুক্রবার কর্মীদের একটি ইমেল পাঠান। তাতে এই ছাঁটাইয়ের বিষয়ে জানানো হয়েছে বলেই খবর।
এছাড়াও সংস্থার পক্ষ থেকে শুক্রবার একটি বিবৃতি জারি করে এই কথা জানানো হয়। এদিন আরও জানানো হয় সমস্ত কর্মীদের কাজ বিচার-বিশ্লেষণ করে দেখা হবে, যাদের পারফরম্যান্স আশানুরুপ হবে না, তাদের ছাঁটাই করা হবে।
প্রযুক্তির বাজারে প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট কর্পোরেশন ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার কয়েক দিন পরেই এ তথ্য জানালেন সুন্দর পিচাই। তবে এমন সময় অ্যালফাবেট কর্মী ছাঁটাইয়ের তথ্য সামনে এনেছে, যখন বিশ্ব এক অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে রয়েছে। এই প্রসঙ্গে,অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ মেমোতে বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠান সাম্প্রতিক বছরগুলোতে নতুন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে, যা আগে কখনো হয়নি। তাই আমাদের লোকবল কমানোর দিকে মনোযোগ দিতে হচ্ছে।’ এরই মধ্যে প্রযুক্তিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।