দায়িত্ব গ্রহণের পর প্রথম উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

- আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক: তিন দিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল হিসেবে দায়িত্বগ্রহণের পর এটাই তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর। ইতিমধ্যেই শিলিগুড়ি পৌঁছিয়েছেন তিনি। তিনদিনের এই সফরের প্রথম দিনে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ইমিগ্রেশন চেক পোস্ট পরিদর্শন করেন তিনি। রাজ্যপালকে গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানান বিএসএফ-এর ১৭৬ নম্বর ব্যাটলিয়নের জওয়ানরা। এরপর বিএসএফ এর কার্যালয় ঘুরে দেখেন তিনি। এদিন ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন রাজ্যপাল। সেখানে এদিন একাধিক কর্মসূচি ছিল তাঁর।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, সীমান্ত এলাকায় বিএসএফের জওয়ানদের কাজে কোনও সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন তাঁর। রাজ্যপাল শুক্রবার জলপাইগুড়িতে এবং শনিবার যাবেন কোচবিহারে। দুই জেলাতেই একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
প্রশাসনিক সূত্রে খবর, ৪ তারিখ কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উৎসবে যোগ দেবেন তিনি। সেদিন বিকেলেই কলকাতায় ফিরবেন রাজ্যপাল।