ভোটমুখী দেশে ১২ রাজ্যে বদল রাজ্যপাল

- আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্ক: সামনের বছরেই লোকসভা নির্বাচন। তার আগে এ বছরে বেশকিছু রাজ্যে বিধানসভা ভোট (ত্রিপুরা, নাগাল্যান্ড, কর্নাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান প্রভৃতি)। তার আগে রবিবার ১২টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্যে ৬টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ হয়েছে। ৭টিতে রদবদল করা হয়েছে। এতগুলো রাজ্যপালের নয়া নিয়োগের মধ্যে রাজনৈতিক ছক রয়েছে বলে মনে করছে ওয়াকিফহাল মহল। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে কার্যত ‘অব্যাহতি’ দেওয়া হল। তিনি কিছুদিন থেকেই পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। শিবাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অনেকের দাবি। বিজেপির একাংশের দাবি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দাবি মেনেই রাজ্যপালের পদ থেকে সরানো হয়েছে কোশিয়ারিকে। অন্যদিকে, অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন কে টি পারনাইক। সিকিমের নতুন রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণণ। হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা। অসমের নতুন রাজ্যপাল হলেন গুলাব চাঁদ কাটারিয়া। অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হলেন এস আবদুল নাজির। তিনি বাবরি মসজিদ মামলার রায়ের বেঞ্চে ছিলেন। তাকে বিজেপি ‘পুরস্কার’ দিয়েছে বলে কংগ্রেসের দাবি। বিহারের নতুন রাজ্যপাল হয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। সেখানে বেশ চাপে রয়েছে বিজেপি। নীতীশ জোট ভেঙে বেরিয়ে যাওয়ার পর থেকেই এমন পরিস্থিতি। নয়া রাজ্যপাল কিছু করতে পারেন কি না, সেটাই দেখার। অন্যদিকে, ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচরণ। মণিপুরের নতুন রাজ্যপাল হলেন অনুসূয়া উইকে। নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন লা গণেশন। তিনি এর আগে বাংলার রাজ্যপাল ছিলেন মাসখানেক। মেঘালয়ের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান। লাদাখের উপরাজ্যপাল হলেন ব্রিগেডিয়ার বি ডি মিশ্রা।