করোনাকালের ২ বছর পর ফের চালু ১৫৬টি দেশের ই-ভিসা , আমেরিকা, জাপানের মেয়াদ ১০ বছর

- আপডেট : ১৬ মার্চ ২০২২, বুধবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্ক : কোভিড ১৯ এর পর ভারত ১৫৬ টি দেশের সমস্ত বৈধ ভিসা ফের চালু করা হয়েছে। বৈধ পাঁচ বছরের ই-ট্যুরিস্ট ভিসা এবং সমস্ত দেশের নাগরিকদের নিয়মিত কাগজের ভিসা অবিলম্বে নতুন করে চালু করা হচ্ছে। করোনা কালে বহু দেশের ই-ভিসাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। নিয়মিত ট্যুরিস্ট ভিসাও পুনরুদ্ধার করা হয়েছে। নতুন দীর্ঘ মেয়াদী ১০ বছরের পর্যটন ভিসা মার্কিন এবং জাপানি নাগরিকদেরও জারি করা হবে।
এই ১৫৬ টি দেশের নাগরিকরাও ভিসা ম্যানুয়াল ২০১৯ অনুযায়ী নতুন ই-ট্যুরিস্ট ভিসা ইস্যু করতে পারে। বর্তমানে বিদেশী পর্যটকদের বৈধ নিয়মিত ট্যুরিস্ট ভিসা ৫ বছরের জন্য ইস্যু করা হয়। ২০২০ সালের মার্চ থেকে তা বন্ধ ছিল। এখন তা আবার নতুন করে চালু হচ্ছে।
নির্দিষ্ট সময়ের ভিতিত্তে আরোপিত বিধিনিষেধ মোতাবেক নাগরিকদের পাঁচ বছরের মেয়াদ পর্যন্ত নিয়মিত ট্যুরিস্ট ভিসাও জারি করা হবে। এমনটাই এক কর্মকর্তা জানান ।আফগানিস্তানের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে না সরকারি নির্দেশাবলী। তাদের ওপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পৃথক নির্দেশাবলী লাগু হবে।
কয়েক বছরে আগেই ই-ভিসা চালু করা হয়েছে। যা পর্যটকদের দূতাবাসে যাওয়ার ঝামেলা কমিয়ে দিয়েছে।তবে শারীরিকভাবে উপস্থিত থেকে আবেদন করা ভিসা এবং ই-ভিসার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন আপনি ই-ভিসায় মেয়াদ বাড়াতে পারবেন না এবং এটি সর্বোচ্চ ৩০ দিনের জন্য বৈধ হবে। তবে এখানে খরচ কম এবং এটি অনেক সময় বাঁচায়।