ফের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়ের অনুমতি মসজিদ আল হারামে

- আপডেট : ১৭ অক্টোবর ২০২১, রবিবার
- / 7
সউদি আরবের পবিত্র মক্কা নগরীতে অবস্থিত গ্র্যান্ড মসজিদ অর্থাৎ মসজিদ আল হারামে সামাজিক দূরত্ব আর মানতে হচ্ছে না। করোনা মহামারি শুরুর পর সেখানে বিধিনিষেধ জারি করা হয়েছিল। এমনকি অতিরিক্ত লোকজন নামাজ আদায়েরও অনুমতি পায়নি।
বিধিনিষেধ তুলে নিয়ে সম্পূর্ণ ধারণক্ষমতায় আবারও সেখানে মুসল্লিদের নামাযের অনুমতি দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন পরে আবারও কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদ আল হারামে নামাজ আদায়ের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা।
গত শুক্রবার সউদি বিদেশ মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়। এতে জানানো হয়, সউদি আরবে করোনা মহামারির হার লক্ষণীয়ভাবে কমে আসায় এবং সেখানকার বাসিন্দাদের বিপুল মাত্রায় টিকা গ্রহণের কারণে রবিবার থেকে করোনাভাইরাস সংক্রমণের সতর্কতায় বিভিন্ন ব্যবস্থাপনা শিথিল করা হচ্ছে।
এর মধ্যে বাইরে উন্মুক্ত স্থানে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না। তবে অফিস-আদালতে আবদ্ধ জায়গায় মাস্ক পরে থাকতে হবে।
একইসাথে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী পূর্ণ ধারণক্ষমতায় জিয়ারতকারী ও মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে। তবে মসজিদে প্রবেশে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
বিবৃতিতে জানানো হয়, আগের মতোই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এতমারনা ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমেই পবিত্র দুই মসজিদে প্রবেশের অনুমতি নিতে হবে। বর্তমানে যারা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী টিকার দুই ডোজই নিয়েছেন, তাদেরকেই মসজিদে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
এছাড়া নিরাপদ শারীরিক দূরত্ব বজায় ছাড়াই সকল রেস্টুরেন্ট, সিনেমা হলসহ বিভিন্ন সামাজিক সমাবেশের স্থান পুরোপুরি খুলে দেয়ার জন্য বিবৃতিতে জানানো হয়েছে।