দুর্দান্ত শাহবাজ ও অভিষেক, জয় বাংলার

- আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক : শাহবাজ আহমেদের দাপটে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বরোদাকে ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করলো বাংলা । প্রথম ইনিংসে ৮৮ রানে অলআউট হয়ে ও একটা দল যেভাবে কামব্যাক করে জয়ের মুখ দেখতে পারে তা দেখালো টিম বাংলা । সৌজন্যে শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল । শাহবাজের দুর্দান্ত ৭১ রান ও প্রথমবার রঞ্জি খেলতে নামা অভিষেক পোড়েলের অপরাজিত ৫৩ রানের সুবাদে ম্যাচের শেষ দিন এই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল টিম বাংলা । শাহবাজের ৭১ রান এল ১০০ বলে। মারলেন ৭টি চার । প্রথম ম্যাচে জয়ের ফলে গুরুত্বপূর্ণ ছটি পয়েন্ট তুলে নিল বাংলা ।