ভূস্বর্গে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিহত ১

Kibria Ansary
  • শেষ আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
ভূস্বর্গে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিহত ১

শ্রীনগর, ১৭ মার্চ: ফের রক্তাক্ত ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারার জাচালদারার ক্রুম্ভুরায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ হয়। সেনা ও সন্ত্রাসবাদীদের লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গি। সোমবারের এই ঘটনায় ফের উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনার কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল, জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারার ক্রুমহুরা গ্রামে লুকিয়ে রয়েছেন দুই জঙ্গি। এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোর থেকে ওই গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। শুরু হয় দু’পক্ষে গুলির লড়াই। পুলিশ জানিয়েছে, গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়েছে। পুলিশের একজন সদস্য আহত হয়েছে। তাকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তকারীরা মনে করছে, এখনও ওই এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের পাকড়াও করতে গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে হামলা হয়েছে সেনার গাড়িতে, নিরীহ গ্রামবাসীর উপরেও প্রাণঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। তবে বার বার জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকারসহ কেন্দ্র।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder