পাকিস্তানে গুতেরেস আর্থিক সহায়তার আহ্বান

- আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পাকিস্তানের জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছেন। শুক্রবার পাকিস্তানের রাজধানীতে অবতরণের পরই এ সহায়তার আবেদন জানান তিনি। পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রায় ১,৪০০ মানুষ মারা গেছে এবং ৩ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রসংঘের মহাসচিবকে স্বাগত জানান পাকিস্তানের বিদেশ প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার। এর পরপরই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনে যান গুতেরেস। সেখানে প্রধানমন্ত্রী শাহবাজ, বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং অন্য নেতারা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রসংঘের মহাসচিব জানান, চলমান বন্যায় পাকিস্তানের ৩ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। যদিও পাকিস্তান সরকারের সংশোধিত অনুমানে প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।
গুতেরেস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এমন একটি দেশকে সহায়তা করতে হবে, যেটি জলবায়ু পরিবর্তনে সামান্য অবদান রাখে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ধাক্কা বহন করে। আরও বলেন, প্রায় ৩ কোটি মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ তাদের বাসস্থান-জীবিকা হারিয়েছে। গুতেরেস বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কয়েকটি কথা বলতে চাই, এ সংকট মোকাবিলায় পাকিস্তানের ব্যাপক আর্থিক সহায়তা প্রয়োজন।’
গুতেরেস জোর দিয়ে বলেন, পাকিস্তানকে সমর্থন করা মানে কেবল সংহতি প্রকাশ নয় বরং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করছে এমন একটি রাষ্ট্রের পাশে থাকা। পাকিস্তানে ২ দিনের সফরে রাষ্ট্রসংঘের মহাসচিব বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করবেন বলেও জানা গেছে। পাকিস্তানের কর্মকর্তারা আশা করছেন, গুতেরেসের এ সফরের ফলে বিশ্বব্যাপী সমর্থন পাবে ইসলামাবাদ।