০৬ এপ্রিল ২০২৫, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গুজরাতে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় মৃত  বর্ধমানের  পূর্বস্থলীর হাবিবুল, দেহ আসবে বিমানে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ অক্টোবর ২০২২, সোমবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাতে মোরবি জেলায় মাচ্ছু নদীতে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্বস্থলীর বাসিন্দা। মৃতের নাম হাবিবুল। রবিবার চার বন্ধুর সঙ্গে ওই সেতুতে বেড়াতে যান। দুর্ঘটনায় শিকার হন চারজনেই। বাকি তিনজনের কোনোরকমে প্রাণে বাঁচলেও মৃত্যু হয়েছে হাবিবুলের।

আজ রাতে বিমানে করে হাবিবুলের দেহ এসে পৌঁছবে। শোকস্তব্ধ হাবিবুলের পূর্বস্থলীর বাড়ি। মাধ্যমিক পর্যন্ত এখানেই পড়াশোনা করেছিলেন হাবিবুল। এর পর পেটের টানে সোনার দোকানের কাজ নিয়ে গুজরাতে পাড়ি দেন তিনি। সেখানেই কর্মরত ছিলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাতে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় মৃত  বর্ধমানের  পূর্বস্থলীর হাবিবুল, দেহ আসবে বিমানে

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাতে মোরবি জেলায় মাচ্ছু নদীতে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্বস্থলীর বাসিন্দা। মৃতের নাম হাবিবুল। রবিবার চার বন্ধুর সঙ্গে ওই সেতুতে বেড়াতে যান। দুর্ঘটনায় শিকার হন চারজনেই। বাকি তিনজনের কোনোরকমে প্রাণে বাঁচলেও মৃত্যু হয়েছে হাবিবুলের।

আজ রাতে বিমানে করে হাবিবুলের দেহ এসে পৌঁছবে। শোকস্তব্ধ হাবিবুলের পূর্বস্থলীর বাড়ি। মাধ্যমিক পর্যন্ত এখানেই পড়াশোনা করেছিলেন হাবিবুল। এর পর পেটের টানে সোনার দোকানের কাজ নিয়ে গুজরাতে পাড়ি দেন তিনি। সেখানেই কর্মরত ছিলেন।