মধ্যরাতে হ্যাক মোদির টুইটার আ্যকাউন্ট,জানুন বিস্তারিত
- আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার মধ্যরাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপরই প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে সেই অ্যাকাউন্টটিকে সুরক্ষিত করা হয়।
ফের হ্যাক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার আ্যকাউন্ট। গত সেপ্টেম্বরেই হ্যাক হয়েছিল প্রধানমন্ত্রীর টুইটার আ্যকাউন্ট। শনিবার রাতের দিকে হ্যাক করা হয় প্রধানমন্ত্রীর টুইটার আ্যাকাউন্টটি। সেখান থেকে পোস্ট করা হয় ভারত সরকার বিট কয়েনকে মান্যতা দিচ্ছে, প্রত্যেক দেশবাসীকে দেওয়া হবে বিট কয়েন।
ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম তদন্তে করে বের করার চেষ্টা করছে যে কারা প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করেছে৷ প্রধানমন্ত্রী মোদীর অ্যাকাউন্টে ৭৩.৪ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। হ্যাক হওয়ার কিছু পরই অ্যাকাউন্টটিকে পুনরুদ্ধার করা হয়
Hack Modi’s Twitter account at midnight, find out detailsø