আরোগ্যের পথে হাফিজ রশিদ আহমেদ চৌধুরি

- আপডেট : ১৩ এপ্রিল ২০২২, বুধবার
- / 2
বিশেষ প্রতিবেদক: অসমের মুসলিমদের অন্যতম নেতা প্রখ্যাত আইনজীবী এবং গুয়াহাটি কলেজের আইনের অধ্যাপক জনাব হাফিজ রশিদ আহমেদ চৌধুরি চিকিৎসার জন্য ১২ এপ্রিল কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার তাঁর অ্যানজিওগ্রাফি হয়েছে এবং স্টেন পরিয়ে তাঁর হার্টের ব্লকেজ মুক্ত করা হয়। প্রখ্যাত হার্ট বিশেষজ্ঞ ড. আফতাব খান তাঁর অ্যানজিওগ্রাফি ও স্টেন বসানোর পুরো প্রক্রিয়া নিজ হাতে সম্পন্ন করেন। তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি এখন আল্লাহ্-র রহমতে আরোগ্যের পথে।
মিসেস হাফিজ রশিদ আহমেদ চৌধুরি পুবের কলমকে জানান, অসমে তাঁর অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার পর তাঁর বন্ধুবান্ধব ও পরিচিতদের মধ্যে অনেকে উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। তিনি তাঁদের শুকরিয়া আদায় করেছেন এবং বলেছেন, চার-পাঁচদিন পর হাফিজ রশিদ আহমেদ চৌধুরি নিজেই ফোন ধরার মতো অবস্থায় থাকবেন। আপাতত ফোন না করলেই ভালো।