০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হজ ২০২৫: জেনে নিন তৃতীয় কিস্তি পরিশোধের সময়সীমা?

ইমামা খাতুন
  • আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 33

পুবের কলম, ওয়েব ডেস্ক: ভারতের হজ কমিটি ২০২৫ সালের হজযাত্রার জন্য তৃতীয় ও শেষ কিস্তির তারিখ ঘোষণা করল।

জানা গেছে, হজের  তৃতীয় এবং শেষ কিস্তি পরিশোধের শেষ তারিখ ৩ এপ্রিল নির্ধারণ করেছে কেন্দ্রীয় হজ কমিটি। উক্ত তারিখের পরে আর কোনও অর্থ গ্রহণ করা হবে না। শুধু তাই  নয়, যারা বাকি অর্থ প্রদান করতে ব্যর্থ হবেন তাদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে। বলা বাহুল্য, তৃতীয় কিস্তিতে প্রাপ্তবয়স্ক হজ যাত্রীদের  ৫৮,০০০ টাকা এবং অঅপ্রাপ্তবয়স্ক  হজ  যাত্রীদের  ২০,৬৫০ টাকা পরিশোধ করতে হবে। যেখানে কুরবানির খরচ বাবদ ১৬,৬০০ টাকা দিতে হবে। চলতি বছর মোট হজের খরচ (কোরবানি সহ): প্রতি ব্যক্তি ৩,৪৬,৯০০ টাকা মোট খরচ (কুরবানি ব্যতীত): ৩,৩০,৩০০ টাকা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে (প্রথম এবং দ্বিতীয় কিস্তি): ২,৭২,৩০০ টাকা পরিশোধ হয়েছে।

উল্লেখ্য, এই বছর ভারতের হজ কমিটি ১ লক্ষ ২২ হাজার তীর্থযাত্রীকে হজ যাওয়ার অনুমতি প্রদান করেছে। হজযাত্রীদের সউদি যাত্রা শুরু হবে ২৯ এপ্রিল, ২০২৫ থেকে, চলবে ৩০ মে পর্যন্ত। তবে, হজযাত্রা শেষে ভারতীয় হজ যাত্রীদের প্রত্যাবর্তন শুরু হবে ১১ জুন থেকে, চলবে ১০ পর্যন্ত।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হজ ২০২৫: জেনে নিন তৃতীয় কিস্তি পরিশোধের সময়সীমা?

আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ভারতের হজ কমিটি ২০২৫ সালের হজযাত্রার জন্য তৃতীয় ও শেষ কিস্তির তারিখ ঘোষণা করল।

জানা গেছে, হজের  তৃতীয় এবং শেষ কিস্তি পরিশোধের শেষ তারিখ ৩ এপ্রিল নির্ধারণ করেছে কেন্দ্রীয় হজ কমিটি। উক্ত তারিখের পরে আর কোনও অর্থ গ্রহণ করা হবে না। শুধু তাই  নয়, যারা বাকি অর্থ প্রদান করতে ব্যর্থ হবেন তাদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে। বলা বাহুল্য, তৃতীয় কিস্তিতে প্রাপ্তবয়স্ক হজ যাত্রীদের  ৫৮,০০০ টাকা এবং অঅপ্রাপ্তবয়স্ক  হজ  যাত্রীদের  ২০,৬৫০ টাকা পরিশোধ করতে হবে। যেখানে কুরবানির খরচ বাবদ ১৬,৬০০ টাকা দিতে হবে। চলতি বছর মোট হজের খরচ (কোরবানি সহ): প্রতি ব্যক্তি ৩,৪৬,৯০০ টাকা মোট খরচ (কুরবানি ব্যতীত): ৩,৩০,৩০০ টাকা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে (প্রথম এবং দ্বিতীয় কিস্তি): ২,৭২,৩০০ টাকা পরিশোধ হয়েছে।

উল্লেখ্য, এই বছর ভারতের হজ কমিটি ১ লক্ষ ২২ হাজার তীর্থযাত্রীকে হজ যাওয়ার অনুমতি প্রদান করেছে। হজযাত্রীদের সউদি যাত্রা শুরু হবে ২৯ এপ্রিল, ২০২৫ থেকে, চলবে ৩০ মে পর্যন্ত। তবে, হজযাত্রা শেষে ভারতীয় হজ যাত্রীদের প্রত্যাবর্তন শুরু হবে ১১ জুন থেকে, চলবে ১০ পর্যন্ত।