১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

চামেলি দাস
  • আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 47

পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আন্দোলন’-এর জেরে গত মাসে ৩২৭ জন বিদেশি পড়ুয়ার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে পড়ুয়াদের ‘রাষ্ট্রদোহী’ তকমাও দিয়েছে মার্কিন সরকর। ফলে তারা আর কখনও যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। বাতিল হওয়া পড়ুয়াদের প্রায় ৫০ শতাংশই ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা।

‘আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন’-এর প্রেস বিজ্ঞপ্তি শেয়ার করে জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে লিখেছেন, ভিসা বাতিলের কারণ পরিষ্কার নয়। পদ্ধতিটাও অস্বচ্ছ। ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভীষণ উদ্বেগের। এই ঘটনায় মোদি সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। চুপ করে বসে থাকার সময় নয় বলেও উল্লেখ করেছেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এ বিষয় নিয়ে মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিওর সঙ্গে আলোচনা করবেন কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে শোভাযাত্রা করে পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা

আমেরিকায় শিক্ষার্থীদের ভিসা বাতিলের পিছনে মূলত সাম্প্রতিক কিছু রাজনৈতিক আন্দোলনকে কারণ হিসাবে দেখানো হয়েছে। বিশেষ করে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে এবং ফিলিস্তিনির পক্ষে সরব হওয়া পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই পড়ুয়াদের অনেকেই সোশাল মিডিয়া এবং ক্যাম্পাসে ইসরাইল বিরোধী বক্তব্য দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। তাই তাদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকার ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন। প্রেস বিজ্ঞপ্তিতে তারা একথা জানিয়েছে। ভিসা বাতিল হওয়া পড়ুয়াদের মধ্যে ৫০ শতাংশ ভারতীয়।  তারপরেই রয়েছে চিন। চিনের ১৪ শতাংশ পড়ুয়ার ভিসা বাতিল করা হয়েছে। অন্যান্য দেশগুলি হল দক্ষিণ কোরিয়া, নেপাল এবং বাংলাদেশ।

 

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছিলেন, ‘বিদেশি শিক্ষার্থীরা কী করছেন, সে দিকে আমরা প্রতি দিন কড়া নজর রাখি। তিনশোরও বেশি এ ধরনের পড়ুয়া রয়েছেন। আমি তাদের ভিসা কেড়ে নেব। প্রতিটা দেশেরই অধিকার আছে, কে সে দেশে থাকবেন, কে নয়।’

মার্কিন যুক্তরাষ্ট্রে এই সিদ্ধান্তের ফলে উদ্বিগ্ন ভারতীয় পড়ুয়াদের অভিভাবকরা। তাঁরা সন্তানদের সোশাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন নিয়ে কোনও রকম পোস্ট করতে বারণ করছেন তাঁরা। এমনকি সন্তানদের পোস্টে কোনও রকম মন্তব্য বা লাইকও এড়িয়ে যেতে বলছেন অভিভাবকরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আন্দোলন’-এর জেরে গত মাসে ৩২৭ জন বিদেশি পড়ুয়ার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে পড়ুয়াদের ‘রাষ্ট্রদোহী’ তকমাও দিয়েছে মার্কিন সরকর। ফলে তারা আর কখনও যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। বাতিল হওয়া পড়ুয়াদের প্রায় ৫০ শতাংশই ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা।

‘আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন’-এর প্রেস বিজ্ঞপ্তি শেয়ার করে জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে লিখেছেন, ভিসা বাতিলের কারণ পরিষ্কার নয়। পদ্ধতিটাও অস্বচ্ছ। ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভীষণ উদ্বেগের। এই ঘটনায় মোদি সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। চুপ করে বসে থাকার সময় নয় বলেও উল্লেখ করেছেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এ বিষয় নিয়ে মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিওর সঙ্গে আলোচনা করবেন কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে শোভাযাত্রা করে পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা

আমেরিকায় শিক্ষার্থীদের ভিসা বাতিলের পিছনে মূলত সাম্প্রতিক কিছু রাজনৈতিক আন্দোলনকে কারণ হিসাবে দেখানো হয়েছে। বিশেষ করে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে এবং ফিলিস্তিনির পক্ষে সরব হওয়া পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই পড়ুয়াদের অনেকেই সোশাল মিডিয়া এবং ক্যাম্পাসে ইসরাইল বিরোধী বক্তব্য দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। তাই তাদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকার ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন। প্রেস বিজ্ঞপ্তিতে তারা একথা জানিয়েছে। ভিসা বাতিল হওয়া পড়ুয়াদের মধ্যে ৫০ শতাংশ ভারতীয়।  তারপরেই রয়েছে চিন। চিনের ১৪ শতাংশ পড়ুয়ার ভিসা বাতিল করা হয়েছে। অন্যান্য দেশগুলি হল দক্ষিণ কোরিয়া, নেপাল এবং বাংলাদেশ।

 

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছিলেন, ‘বিদেশি শিক্ষার্থীরা কী করছেন, সে দিকে আমরা প্রতি দিন কড়া নজর রাখি। তিনশোরও বেশি এ ধরনের পড়ুয়া রয়েছেন। আমি তাদের ভিসা কেড়ে নেব। প্রতিটা দেশেরই অধিকার আছে, কে সে দেশে থাকবেন, কে নয়।’

মার্কিন যুক্তরাষ্ট্রে এই সিদ্ধান্তের ফলে উদ্বিগ্ন ভারতীয় পড়ুয়াদের অভিভাবকরা। তাঁরা সন্তানদের সোশাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন নিয়ে কোনও রকম পোস্ট করতে বারণ করছেন তাঁরা। এমনকি সন্তানদের পোস্টে কোনও রকম মন্তব্য বা লাইকও এড়িয়ে যেতে বলছেন অভিভাবকরা।