জানা গেছে, হামাসের নেতাদের নিরাপদে গাজা উপত্যকা থেকে সরে যাওয়ার ব্যবস্থা করবে ইসরাইল বদলে একদল জিম্মি’কে মুক্তি করে দিতে হবে তাদের। যদিও এদিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।
মূলত বার্নিয়া ও মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় প্রস্তাবটি দেওয়া হয়েছিল । সংবাদ সংস্থা সূত্রে খবর, হামাস প্রস্তাবটি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে। হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-চেয়ারম্যান এবং তাদের শীর্ষ আলোচক খলিল আল-হায়া বলেন, হামাসকে ভুল বুঝেছে ইসরাইল। হামাস এখনো কয়েক বছর যুদ্ধ চালাতে সক্ষম।
এটি ছাড়া কোনো ধরনের আলোচনাই হবে না। মোশাদপ্রধান রবিবার দোহায় পৌঁছান। এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নসও কাতার গেছেন। প্রায় দু’মাসের মধ্যে এই প্রথম যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।