হামজা বে মসজিদ সংস্কারের উদ্যোগ

- আপডেট : ১৭ মে ২০২৩, বুধবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: গ্রিসে অবস্থিত উসমানীয় যুগের মসজিদগুলির মধ্যে অন্যতম একটি হল হামজা বে মসজিদ। গ্রিক সরকার এই মসদিজটি পুনরুদ্ধার করার ঘোষণা করেছে। গ্রিসের সংস্কৃতিমন্ত্রী লিনা মেন্ডোনি জানিয়েছেন, উত্তরের বন্দর শহর থেসালোনিকিতে ২০২৫ সালের মধ্যে মসজিদটির সংস্কার কাজ সম্পন্ন হবে এবং এর জন্য খরচ হবে ১০.৫ মিলিয়ন ইউরো। মন্ত্রক জানায়, থেসালোনিকিতে থাকা সব ঐতিহাসিক স্থাপনা ও মনুমেন্ট পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসাবে এই কাজ চলবে। হামজা বে মসজিদটি থেসালোনিকির প্রাচীনতম ইসলামি ভবন এবং এটি এগনাটিয়া এবং ভেনিজেলো সড়কের সংযোগস্থলে অবস্থিত। এটি ১৪৬৭-৬৮ সালের মধ্যে অটোমান সামরিক কমান্ডার হামজা বে-র কন্যা দ্বারা নির্মিত হয়েছিল। মসজিদটি ১৯২৬ সাল থেকে একটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ হিসাবে আইন দ্বারা সুরক্ষিত।