ফাঁসি রদ কাতারে বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনার, বড় সাফল্য ভারতের

- আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 7
নয়াদিল্লি, ২৮ নভেম্বর: কূটনৈতিক ক্ষেত্রে বড় সাফল্য পেল মোদি সরকার। একইসঙ্গে প্রমাণ হল আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক শক্তিও কতটা বৃদ্ধি পেয়েছে। অবশেষে দুশ্চিন্তার অবসান ঘটল। রদ হয়ে গেল সুদূর কাতারে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতের ৮জন প্রাক্তন নৌসেনা কর্তার। কাতারের আদালত ভারত সরকারের আবেদনে সাড়া দিয়ে ওই ৮জনের মৃত্যুদণ্ডের সাজা কমানোর কথা জানিয়েছে। ওই ৮জনকে ইসরাইলের চরবৃত্তির অপরাধে দোষীসাব্যস্ত করে মৃত্যুদণ্ডর সাজা দিয়েছিল কাতারের আদালত। সেই সাজা রদ হয়ে গেল। কাতারে মৃত্যুদণ্ডের সাজামুক্ত ভারতের এই প্রাক্তন নৌসেনা কর্তারা হল ক্যাপ্টেন নবতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কম্যান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কম্যান্ডার সঞ্জীব গুপ্ত এবং নাবিক রাজেশ।
রামনাথ কোবিন্দ ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন তাঁর হাত থেকে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারও পেয়েছিল পূর্ণেন্দু তিওয়ারি। ফাঁসির সাজা রদ হওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাতারের আদালত সেদেশে কর্মরত ভারতের ৮ প্রাক্তন নৌসেনা অফিসারের সাজা কমিয়ে কারাবাস দিয়েছে। এই সাজা কমানোর বিষয়ে বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছে তারা। পুরো বিষয়টি জানার পর তারা ফের কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, শুরু থেকেই ধৃতদের সব ধরনের আইনি সহায়তা দেওয়া হয়েছে। ভারতীয় কনস্যুলেট সক্রিয় ভূমিকা পালন করেছে। আগামী দিনেও কাতার সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলবে। এদিকে এই সাজা রদের বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, চরবৃত্তির মতো গুরুতর অপরাধ সত্ত্বেও মৃত্যুদণ্ডর সাজা রদ হয়ে যাওয়া প্রমাণ করে কূটনৈতিক ক্ষেত্রে ভারতের ক্ষমতা কতটা বেড়েছে। তাঁরা জানাচ্ছেন, ২০২৪-এর লোকসভা ভোটের প্রচারে এই ইস্যুটিকে নিঃসন্দেহে গেরুয়া শিবিরের হাতে বড় অস্ত্র তুলে দিল।
প্রসঙ্গত, চরবৃত্তির অভিযোগে চলতি বছর অক্টোবর মাসে ভারতীয় নৌসেনার প্রাক্তন আট কর্মীকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় কাতারের আদালত। ওই আট প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে ইসরাইলের হয়ে চরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল কাতার আদালত।