হকাররা প্লাস্টিক, ষ্টোভ ব্যবহার করতে পারবেন না, জানিয়ে দিলেন মেয়র

- আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: এবার থেকে হকাররা প্লাস্টিক ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করা যাবে না ষ্টোভ, সিলিন্ডারও। অনেক সময়েই দেখা যায়, ফুটপাথের উপর যেসব জায়গায় বাজার গড়ে উঠেছে সেখানে হকাররা নিজেদের দোকান ঢাকতে প্লাস্টিকের ব্যবহার করেন। এমনকি, রাস্তার এক কোণে নিজেদের জন্য ষ্টোভ জ্বালিয়ে খাবার বানাতেও দেখা যায়। তবে, এর থেকে অনেক ক্ষেত্রেই বড়সড় অগ্নিকান্ড বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই, এবার হকারদের প্লাস্টিক এবং স্টোভ বা সিলিন্ডার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেন মেয়র।
কলকাতা পুরসভায় শনিবার এক সাংবাদিক সম্মেলনে সম্প্রতি হওয়া গড়িয়াহাট অগ্নিকান্ডের প্রসঙ্গ উল্লেখ করে মেয়র বলেন, হকাররা প্লাস্টিক এবং স্টোভের ব্যবহার করতে পারবেন না। কালো, সাদা প্লাস্টিক দিয়ে দোকান ঢাকা যাবে না। যেকোনো সময় এর থেকে একটা বড় অগ্নিকান্ড হয়ে যেতে পারে। আর বাইরে রান্না করে নিয়ে এসে এখানে খেতে হবে। স্টোভ, উনুন জ্বেলে রান্না করে খাওয়া যাবে না। আমরা এটা নিয়ে একটা নিয়ম চালু করছি। নিশ্চিতভাবে পুলিশের সহায়তা নেওয়া হবে কিন্তু পুরসভার তরফে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, একজনের রোজগারের জন্য যাতে দশজনের প্রাণ না যায় সেটা দেখতে হবে। একইসঙ্গে, তিনি জানান, কলকাতার রাস্তায় যত্রতত্র ইঁট, সুড়কি রাখা হলে তা তুলে নেওয়া হবে কলকাতা পুরসভার তরফে। তোপসিয়া সহ অনেক জায়গায় এরকম হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফুটপাথ দখল করে ব্যবসা করার জায়গা নয়। ২৪ ঘন্টার মধ্যে যদি রাস্তার উপর পড়ে থাকা বালি, ইঁট, সুড়কি সড়িয়ে না নেওয়া হয় তাহলে স্টপ ওয়ার্ক নোটিস জারি করা হবে।