মাথায়, পিঠে , চোট, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থ
- আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ঋষভ পন্থ।দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়ি ফিরছিলেন ঋষভ।তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। গাড়ির গতিও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল বলেই মনে করা হচ্ছে।
কুয়াশার জন্যেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। গাড়িতে আগুন লেগে যায়। পন্থের মাথায় এবং পিঠে চোট লেগেছে। অস্ত্রোপচার করতে হবে বলে জানা গিয়েছে।রুরকিতে এই দুর্ঘটনা ঘটেছে। ঋষভকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই খবর ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠিত ঋষভের ভক্তরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
দুর্ঘটনা স্থলে গিয়েছেন পুলিশ কর্তা দেহাত স্বপ্ন কিশোর সিংহ। পন্থ কে দিল্লির হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি ভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।