Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার বৃষ্টির পরও স্বস্তি ফিরছে না। সোমবার সকাল থেকে চড়া রোদে হাসফাঁস শহরবাসীর। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমাঞ্চলের ছয় জেলায় তাপপ্রবাহের (Heat wave) সম্ভাবনা। সন্ধ্যার দিকে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বুধের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল হতে পারে।  দু-একটি জেলায় কালবৈশাখী হতে পারে।

আজ তাপপ্রবাহের (Heat wave) সতর্কবার্তা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া – এই ৬ জেলায়। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বা তারও বেশি। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: লরি-গাড়ির সংঘর্ষ, বাগনানে মৃত ভারত সেবাশ্রমের সন্ন্যাসী-সহ ২

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, অসম-হরিয়ানা এবং মধ্যপ্রদেশ রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। ১৯ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এসবের জেরে ফের বঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় সোমবারও বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বাড়তে পারে।তাপপ্রবাহের (Heat wave) সতর্কবার্তা রয়েছে। দার্জিলিংয়ে উষ্ণতার পারদ চড়তে পারে ২০ ডিগ্রি পর্যন্ত।

আরও পড়ুন: বিমানবন্দরের কাছে পথ দুর্ঘটনা, মৃত্যু মহিলা সহ 2

বুধবার থেকে অবশ্য আবহাওয়া অনেকটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder