Heat wave, শনি থেকে গরমে নাকাল হবে দক্ষিণবঙ্গ

Kibria Ansary
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
Heat wave, শনি থেকে গরমে নাকাল হবে দক্ষিণবঙ্গ

পুবের কলম, ওয়েবডেস্ক: বাড়বে তাপপ্রবাহ, নাজেহাল হবে জনজীবন। শনিবার তাপপ্রবাহের (Heat wave) কবলে পড়বে দক্ষিণবঙ্গ, এনিয়ে আগাম সতর্কবার্তা দিল আলিপুর হাওয়া অফিস। সূত্রের খবর, শনিবার পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। আবহাওয়া অফিস বলেছে, শুধু শনিবার নয়, রবি ও সোমবারও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোনোর পূর্বাভাস। অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: যোগ্যশ্রীতে আবেদনের সময় বাড়ল ২৫ মার্চ পর্যন্ত

আগামী রবিবার থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। সৃষ্টি হতে পারে তাপপ্রবাহ পরিস্থিতিরও। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, চলতি সপ্তাহের শেষে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি ছুঁতে পারে। সোম-মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

আগামী কাল দোল-হোলি উৎসব। এইসময় তাপমাত্রা যে বাড়বে তা আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। দোল মিটতেই রবিবার বিদায় নেবে ফাল্গুন। চৈত্র মাসে প্রবেশ করব আমরা। বসন্তকালেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অস্বাভাবিক নয় বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মার্চ মাসে পশ্চিমাঞ্চলে তো বটেই, কলকাতায়ও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে থাকে। এসময় তাপমাত্রা ৪০ ডিগ্রি অতিক্রম করারও নজির আছে। আবহাওয়া দপ্তরের রেকর্ড তেমনই সাক্ষ্য দেয়। ২০২১ সালের ৩১ মার্চ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৯.৩ ডিগ্রি। ১৯৪১ সালের ২৩ মার্চ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁয়েছিল। আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ ও পশ্চিম ভারতে ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ-পশ্চিমী শুষ্ক হাওয়া এসে এবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়িয়ে তাপপ্রবাহ সৃষ্টি করবে। বঙ্গোপসাগর থেকে এখন জলীয় বাষ্প বেশি মাত্রায় আসছে না। তাই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder