কালিম্পং ও শিলিগুড়িতে ধস, প্রাণহানি ২ শ্রমিকের

- আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টির জেরে শিলিগুড়ির সেবক ও রংপো রেলপথে ধস নেমে প্রাণহানি দুই শ্রমিকের। নিখোঁজ আরও দুজন শ্রমিক। তিনজন শ্রমিককে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে সিকিম-শিলিগুড়ি ১০ নম্বর জাতীয় সড়কের মামখোলা এলাকায় ধস নামে। সেই সময় শ্রমিকেরা ওখানে কাজ করছিলেন।
আরও পড়ুনঃমিজোরামে ভ্রমণে যাবেন না,অসম সরকারের সতর্ক পরামর্শ
অন্যদিকে প্রবল বৃষ্টিতে কালিম্পংয়ে ধসের জেরে কালিম্পংয়ে বিচ্ছিন্ন ২৯ মাইল এলাকার ১০ নম্বর জাতীয় সড়ক। ব্যাহত যোগাযোগ ব্যবস্থা।
বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে। এর ফলে ধস নামে ২৯ মাইল এলাকার ১০ নম্বর জাতীয় সড়কে। শিলিগুড়ির সঙ্গে সিকিম ও কালিম্পংয়ের যোগাযোগ অবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। একাধিক গাড়ি দাঁড়িয়ে আছে সারি দিয়ে। রাস্তা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে পূর্ত দফতর।