‘দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি’: ইউনেস্কোকে স্যালুট জানাই: মুখ্যমন্ত্রী

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই ঐতিহাসিক কার্নিভাল থেকে মমতা বলেন, ইউনেস্কোকে স্যালুট জানাই। ইউনেস্কোর সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দিয়েছে। পুজো দেখা, প্যান্ডেল হপিং, কার্নিভালে আমন্ত্রণ জানাই। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সৌরভ আমার ছোট ভাই, ওকে আমন্ত্রণ।
মমতা এদিন বলেন, আজকের এই অনুষ্ঠান ঐতিহাসিক। আজ থেকেই শুরু হয়ে গেল পুজো। এদিন মঞ্চ থেকেই মমতা বলেন, ‘এই পৃথিবী একটাই দেশ। রেড রোডে এদিন ইউনেস্কোর প্রতিনিধিদের সম্বর্ধনা দেওয়া হয়।

গতকালই নবান্ন থেকে এই ইউনেক্সোকে ধন্যবাদ জানিয়ে এই পদযাত্রার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মতোই আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত মিছিল করা হয়। এই মিছিলে পা মেলান পুজো উদ্যোক্তা থেকে রাজনীতির নেতা কর্মী থেকে বিভিন্ন জগতের মানুষ। মুখ্যমন্ত্রী দলমত নির্বিশেষে সকলকেই এই মিছিলে পা মেলানোর জন্য আহ্বান জানান। এই শোভাযাত্রার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিল কলকাতা পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন হাজার অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে মহানগরীতে। এই সংখ্যক এই সংখ্যক বাহিনীকে ২টি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ ছিল মিছিলের নিরাপত্তার দায়িত্বে। বাকি পুলিশ রেড রোডের অনুষ্ঠানের দায়িত্বে। নিরাপত্তার জন্য রেড রোড ও সংলগ্ন এলাকাকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরের দায়িত্বে একজন করে ডিসি পদ মর্যাদার অফিসার।
এ ছাড়াও গিরিশ পার্ক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১২ জন ডিসি পদমর্যাদার অফিসার। নিরাপত্তার দায়িত্বে ২২ জন ডিসি পদ মর্যাদার অফিসার।
গত বছর দুর্গাপুজোকে ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। ওই আন্তর্জাতিক সংস্থাকে ধন্যবাদ জানিয়েই বৃহস্পতিবারের পদযাত্রার আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।