এদিন টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর অধিকৃত গোলান উপত্যকা এবং ইসরাইলের গ্যালিলির ডাল্টন বসতিতেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
এছাড়া উত্তর ইসরাইলে হুলা উপত্যকার ইয়েসোদ হামাআলা বসতি, মাউন্ট মেরনের কাছে বার ইয়োহাই বসতি এবং সাফাদ শহরের উত্তরে বিরিয়া গ্রামেও রকেট হামলা চালানো হয়েছে বলে এই সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়।