১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বেহালা থেকে বকখালি রাস্তার দু’ধারে দখলদার উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 13

পারিজাত মোল্লা:  শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার  পূর্ত বিভাগের জায়গায় বেআইনি দখলদারদের বিরুদ্ধে কড়া নির্দেশ দিলেন। রাস্তার ধারের সরকারি জমি দখল নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও পূর্ত দফতরকে কার্যত তুলোধোনা করল হাইকোর্ট।

বিচারপতি রাজশেখর মান্থারের এদিন নির্দেশ, -‘ বেহালা থেকে বকখালি ১০০ কিলোমিটার রাস্তার দু’পাশ বেআইনি দখলদারেরা দখল করে রেখেছে। আগামী ১৪ দিনের মধ্যে সবাইকে উচ্ছেদ করতে হবে’ ।

আরও পড়ুন: বেহালায় শিশুমৃত্যুর ঘটনায় পরিবারে পাশে মুখ্যমন্ত্রী, জখম বাবার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার

মূল মামলা ছিল ডায়মন্ড হারবারের কুলপি লাগোয়া করণজলি বাজার এলাকায় বেআইনি দখল নিয়ে। সেখানে আগেই উচ্ছেদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তা কার্যকর হয়নি। তা নিয়ে এদিন তীব্র ভর্ত্‍সনা করল আদালত।

আরও পড়ুন: অসমে উচ্ছেদ করতে গিয়ে চলল গুলি, মৃত ২, আহত বহু

শুক্রবার  হাইকোর্ট এই মামলার শুনানিতে জানায়,  নির্দেশ দেওয়া সত্ত্বেও পূর্ত দফতর অকারণ ইচ্ছাকৃত দেরি  করেছে’।

আরও পড়ুন: ভোট বয়কট বুথে অস্বাভাবিক ভোট মামলায় অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

কেন নির্দেশ কার্যকর করতে বিলম্ব, এতে কার কার হাত রয়েছে, তা জেলাশাসককে অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট। আদালত এও স্পষ্ট করে দিয়েছে, আগামী ২৯ মার্চের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। তারপর ৩১ মার্চ আদালতে এসে জানাতে হবে নির্দেশ কতটা কার্যকর  হল?

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেহালা থেকে বকখালি রাস্তার দু’ধারে দখলদার উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার

পারিজাত মোল্লা:  শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার  পূর্ত বিভাগের জায়গায় বেআইনি দখলদারদের বিরুদ্ধে কড়া নির্দেশ দিলেন। রাস্তার ধারের সরকারি জমি দখল নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও পূর্ত দফতরকে কার্যত তুলোধোনা করল হাইকোর্ট।

বিচারপতি রাজশেখর মান্থারের এদিন নির্দেশ, -‘ বেহালা থেকে বকখালি ১০০ কিলোমিটার রাস্তার দু’পাশ বেআইনি দখলদারেরা দখল করে রেখেছে। আগামী ১৪ দিনের মধ্যে সবাইকে উচ্ছেদ করতে হবে’ ।

আরও পড়ুন: বেহালায় শিশুমৃত্যুর ঘটনায় পরিবারে পাশে মুখ্যমন্ত্রী, জখম বাবার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার

মূল মামলা ছিল ডায়মন্ড হারবারের কুলপি লাগোয়া করণজলি বাজার এলাকায় বেআইনি দখল নিয়ে। সেখানে আগেই উচ্ছেদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তা কার্যকর হয়নি। তা নিয়ে এদিন তীব্র ভর্ত্‍সনা করল আদালত।

আরও পড়ুন: অসমে উচ্ছেদ করতে গিয়ে চলল গুলি, মৃত ২, আহত বহু

শুক্রবার  হাইকোর্ট এই মামলার শুনানিতে জানায়,  নির্দেশ দেওয়া সত্ত্বেও পূর্ত দফতর অকারণ ইচ্ছাকৃত দেরি  করেছে’।

আরও পড়ুন: ভোট বয়কট বুথে অস্বাভাবিক ভোট মামলায় অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

কেন নির্দেশ কার্যকর করতে বিলম্ব, এতে কার কার হাত রয়েছে, তা জেলাশাসককে অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট। আদালত এও স্পষ্ট করে দিয়েছে, আগামী ২৯ মার্চের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। তারপর ৩১ মার্চ আদালতে এসে জানাতে হবে নির্দেশ কতটা কার্যকর  হল?