হাইকোর্টে জামিনের আবেদন খারিজ বগটুই কান্ডে ধৃত আনারুলের

- আপডেট : ২৯ মার্চ ২০২৩, বুধবার
- / 10
পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে উঠে বগটুই কান্ডে ধৃত আনারুলের জামিন বিষয়ক মামলা। এদিন বগটুইকাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই আনারুল বীরভূমের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি। আবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলেরও ঘনিষ্ঠ। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আনারুলের জামিন খারিজ করে দেয়।আনারুল ছিলেন রামপুরহাটের দোর্দণ্ডপ্রতাপ নেতা। সেইসঙ্গে আবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। বগটুই কাণ্ডে তাঁর নাম জড়িয়েছিল। গত বছর ২৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গিয়েছিলেন। সেই বিকেলেই তারাপীঠ থেকে গ্রেফতার করা হয়েছিল আনারুল হোসেনকে ।এক বছরের বেশি সময় ধরে তিনি জেলবন্দি। কিন্তু তারপরেও জামিন মিলল না তাঁর।আনারুল হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আনারুলের জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন। আনারুলের বিরুদ্ধে অভিযোগ ছিল, পুলিশকে নিষ্ক্রিয় রেখে ভাদু শেখের খুনের পর বগটুই গ্রামের লাইন দিয়ে বাড়িতে আগুন লাগানোর ঘটনায় তিনিই ছিলেন হোতা।গত বছর ২১ শে মার্চ রাতে বগটুই এলাকায় হিংসাত্মক ঘটনা টি ঘটে।