মেনকার আদালত অবমাননা মামলায় ইডি’র বক্তব্য জানবে হাইকোর্ট

- আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্কঃ শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে উঠে মেনকা গম্ভীরের দায়ের করা ইডি’র বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত মামলা। এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের দায়ের করা মামলায় অন্তর্র্বতী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিদেশ যাওয়ার উদ্দেশে বিমান ধরার জন্য কলকাতা বিমানবন্দরে গেলে মেনকা গম্ভীরকে বিমানবন্দরে আটক করা হয় ইডি’র তরফে।
ইডি মেনকা গম্ভীরকে বিমানে ওঠার উপর নিষেধাজ্ঞা জারি করে থাকে। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা। শুক্রবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এজলাসে এই মামলার শুনানির সময় জানান, ‘ যাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে, তাদের বক্তব্য না শুনে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়।’
এর পরেই হাইকোর্ট প্রশ্ন তোলে যে, ‘রাতে ডেকে পাঠানো বা বিমানবন্দরে আটকানো হয়রানি হতে পারে, কিন্তু তা কিভাবে আদালত অবমাননার শামিল হয়?’ সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ‘মেনকা গম্ভীরের বিরুদ্ধে ইডি কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না।’ এদিনকার শুনানিতে রাত সাড়ে ১২টার সময় তাঁকে ডেকে পাঠানো বা বিমানবন্দরে ডেকে পাঠানো কড়া পদক্ষেপের শামিল বলে সওয়াল করেন মেনকার আইনজীবীরা।
এরপর বিচারপতির প্রশ্ন, ‘রাতে ডেকে পাঠানো বা বিমানবন্দরে আটকানো হয়রানি হতে পারে। কিন্তু কোনও যুক্তিতে এটা কড়া পদক্ষেপ হতে পারে?’ শুক্রবার মেনকার আইনজীবীরা হাইকোর্টে জানান, ‘মেনকার মা এই মুহূর্তে অসুস্থ। তিনি বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। সেখানে তাঁকে দেখতে যাওয়ার জন্য ব্যাঙ্কক যাওয়ার প্রয়োজন।’
ভবিষ্যতে মেনকাকে আবার বিমানবন্দরে আটকানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁর আইনজীবীরা। এদিন বিচারপতি এজলাসে জানান, ‘আদালত অবমাননা মামলার সমস্ত নথি যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ,সেই সমস্ত সংস্থাকে পাঠাতে হবে।’ এরপর তাদের বক্তব্য শোনার পর, প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। আগামী ২৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে ।