ডেউচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলের দ্বিতীয় ফেজ এলাকার কাজের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক জেলা প্রশাসনের

- আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার
- / 2
কৌশিক শালুই, বীরভূমঃ পৃথিবীর অন্যতম বৃহত্তম ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক বীরভূম জেলা প্রশাসনের। কয়লার অবস্থান নির্ণয়ের জন্য টেস্টিং বোরিং শুরু হয়েছে দ্বিতীয় পর্যায় এলাকার। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে এলাকার সেই নিরীক্ষা কাজ সম্পন্ন হয়েছে। সমস্ত বিষয় নিয়ে বুধবার সিউড়িতে জেলা প্রশাসনের আধিকারিকরা পর্যালোচনা করেন।
বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের দ্বিতীয় পর্যায়ের ডেউচা পাঁচামি ব্লকের কয়লার অবস্থান জানার জন্য টেস্টিং বোরিং শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই একটি জায়গায় সেই কাজ সম্পন্ন হয়েছে এবং আরও পাঁচটি জায়গাতে টেস্টিংয়ের কাজ চলছে।
এই দ্বিতীয় পর্যায়ের দশটি মৌজার মোট ৬৩টি স্থানে এই পরীক্ষা কাজ চালানো হবে। কোল ইন্ডিয়ার সহযোগী সংস্থা এই নিরীক্ষণের কাজ করছে। এই খনন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় মেশিন ও যন্ত্রপাতির সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও এই প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের দেওয়ানগঞ্জ হরিণসীঙ্গা ব্লকে কয়লার অবস্থান জানার প্রক্রিয়া আগেই শেষ হয়ে গিয়েছে।
বীরভূম জেলার শাসক বিধান রায় বলেন, “প্রস্তাবিত কয়লা প্রকল্পের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। দ্বিতীয় ভাগের প্রকল্প এলাকার কয়লার অবস্থান জানার জন্য নিরীক্ষার কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও ওই দ্বিতীয় পর্যায় এলাকার জমি কেনা এবং পুনর্বাসন প্রকল্পে পুলিশের চাকরির নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু হয়ে যাবে। তার জন্য আমাদের প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে”।