হজযাত্রা উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে

- আপডেট : ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
- / 1
আবদুল ওদুদ
পবিত্র হজযাত্রা উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় নবান্নে। বৃহস্পতিবার নবান্নের সভাঘরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু দফতরের প্রধান সচিব গুলাম আলি আনসারি, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান নাদিমুল হক, সংখ্যালঘু দফতরের বিশেষ সচিব সাকিল আহমেদ, কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি প্রমুখ। বৈঠক শেষে জনাব নকি জানান, ২০২২-এর হজযাত্রার জন্য আজ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রত্যেক দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে পিডব্লুডি হিডকো এয়ার ইন্ডিয়া সিআইএস এফ বিমানবন্দর কর্তৃপক্ষ কলকাতা কর্পোরেশন বিধাননগর কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ, উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন বিদ্যুৎ দফতরেরর আধিকারিক তাদের বক্তব্য রাখে।
সংখ্যালঘু দফতরের প্রধান সচিব গুলাম আলি আনসারী জানান, করোনা পরিস্থিতি বছর হজযাত্রার কাজ তেমনভাবে হয়নি। এবছর আবার শুরু হতে চলেছে। হজযাত্রার প্রস্তুতিতে কোন ঘাটতি যাতে না থাকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। হজযাত্রার সঙ্গে সংশিষ্ট প্রত্যেক বিভাগের আধিকারিকদের নিয়ে হজযাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে সচিব জানান।
এয়ার ইন্ডিয়া সিআইএসএফ-এর আধিকারিক ও বিমান বন্দরের আধিকারিকরা তাদের মতামত ব্যক্ত করেন।