১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‌হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীর বাঁধ ভাঙলো, ক্ষতিগ্রস্ত স্লুইজগেট

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার
  • / 13

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের মামুদপুর গুলেখালির গৌড়েশ্বর  নদীর স্লুইজগেটের পাশ থেকে প্রায় ৩০ ফুট নদী বাঁধ ভাঙল। একদিকে উত্তর মামুদপুর, দক্ষিণ মামুদপুর সহ বেশ কয়েকটি গ্রামের নোনা জল ঢুকছে,অন্যদিকে চাষের জমিতে ও মেছোভেড়িতে জল ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তীর্ণ এলাকা।

 

ইতিমধ্যে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের তরফ থেকে কাজের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। হঠাৎই শুক্রবার  দুপুর তিনটে নাগাদ, গৌড়েশ্বর নদীর জলস্তর বেড়ে গিয়ে বাঁধ ভেঙে যায়।  হিঙ্গলগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজী জানিয়েছেন, আমরা পঞ্চায়েতের বাসিন্দাদের  সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।

 

অন্যদিকে এই বাঁধের কাজের জন্য সব রকম ব্যবস্থা নেওয়ারকথা প্রশাসনকে বলেছি। অন্যদিকে ভরা কটালে রায়মঙ্গল, কালিন্দী  ইছামতি সহ একাধিক নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। হিঙ্গলগঞ্জের বিডিও জ্যোতি প্রকাশ লাহিড়ী,  সেচ দপ্তর ও পঞ্চায়েতকে দ্রুত বাঁধ মেরামতি করার নির্দেশ দিয়েছেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এদিন বিকেল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় বাধ মেরামতির কাজ শুরু হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‌হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীর বাঁধ ভাঙলো, ক্ষতিগ্রস্ত স্লুইজগেট

আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের মামুদপুর গুলেখালির গৌড়েশ্বর  নদীর স্লুইজগেটের পাশ থেকে প্রায় ৩০ ফুট নদী বাঁধ ভাঙল। একদিকে উত্তর মামুদপুর, দক্ষিণ মামুদপুর সহ বেশ কয়েকটি গ্রামের নোনা জল ঢুকছে,অন্যদিকে চাষের জমিতে ও মেছোভেড়িতে জল ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তীর্ণ এলাকা।

 

ইতিমধ্যে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের তরফ থেকে কাজের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। হঠাৎই শুক্রবার  দুপুর তিনটে নাগাদ, গৌড়েশ্বর নদীর জলস্তর বেড়ে গিয়ে বাঁধ ভেঙে যায়।  হিঙ্গলগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজী জানিয়েছেন, আমরা পঞ্চায়েতের বাসিন্দাদের  সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।

 

অন্যদিকে এই বাঁধের কাজের জন্য সব রকম ব্যবস্থা নেওয়ারকথা প্রশাসনকে বলেছি। অন্যদিকে ভরা কটালে রায়মঙ্গল, কালিন্দী  ইছামতি সহ একাধিক নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। হিঙ্গলগঞ্জের বিডিও জ্যোতি প্রকাশ লাহিড়ী,  সেচ দপ্তর ও পঞ্চায়েতকে দ্রুত বাঁধ মেরামতি করার নির্দেশ দিয়েছেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এদিন বিকেল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় বাধ মেরামতির কাজ শুরু হয়েছে।