নয়াদিল্লি, ১৩ মার্চ: একইদিনে অর্থাৎ ১৪ মার্চ দেশজুড়ে পালিত হবে হোলি এবং রমযানের জুম্মাবারের প্রার্থনা। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সুন্নি ইমাম মৌলানা খালিদ রাশিদ ফিরাঙ্গি মাহালি আর্জি জানালেন, দুই সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি বজায় থাকে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ, যেমন প্রার্থনার সময় নিয়ে দু’তরফকে আলোচনাসাপেক্ষে সমঝোতার রাস্তায় চলার আর্জি জানানো হয়েছে।
সূত্রের খবর, হোলি এবং রমযান মাসের দ্বিতীয় জুম্মাবার একইদিনে পড়ার ফলে যাতে রাজনৈতিক উত্তেজনা না দেখা দেয়, বৃহস্পতিবার ইমাম মৌলানা খালিদ রাশিদ ফিরাঙ্গি মাহালি সেবিষয়েও আর্জি জানিয়েছেন। জানা গিয়েছে, কিছু মসজির প্রার্থনার সময় রদবদলের সিদ্ধান্ত নিয়েছে, কিছু এলাকায় হোলির শোভাযাত্রার বহর খানিক সংক্ষিপ্ত করা হবে, আবার কোথাও শোভাযত্রার সময়েরও রদবদল করা হয়েছে।
আরও পড়ুনঃ দার্জিলিং চায়ের ১৬৯ বছরের ইতিহাসে উৎপাদন সর্বনিম্ন, চিন্তায় চা চাষিরা
সূত্রের খবর, ভিডিয়ো বার্তায় মৌলানা খালিদ রাশিদ ফিরাঙ্গি মাহালি বলেছেন, যাতে শান্তিপূর্ণভাবে জুম্মাবারের প্রার্থনা অনুষ্ঠিত হয়, এজন্যে ইসলাম সেন্টার অব ইন্ডিয়া নির্দেশিকা জারি করে আরও জানিয়েেেছ, হোলির শোভযাত্রাকে ঘিরে যেন কোনও ধরনের অশান্তির ঘটনা না ঘটে, সেব্যাপারে যেন ব্যবস্থা গ্রহণ করেন হি¨ুভাইরা। ভুয়ো খবর ছড়ালে তাতে কর্ণপাত না করার আর্জির পাশাপাশি এও জানিয়েছেন, উৎসবের দিনটি শান্তিতে পালন করে গোটা বিশ্বের কাছে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করা যায়।