এম এ হাকিম, বনগাঁ: হোলি উৎসব (Holi) উপলক্ষে শনিবার পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকল। শনিবার পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘শুক্রবার এমনিতেই দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকে। শনিবার হোলি উৎসব (Holi) উপলক্ষে ছুটি থাকায় পরপর দু’দিন বন্ধ থাকল সীমান্ত বাণিজ্য।’
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৬ জেলায় Heat wave সতর্কতা
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম স্থল বন্দর হল পেট্রাপোল স্থল বন্দর। ভারতের পেট্রাপোল স্থল বন্দর এবং বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর করিডোর কার্যত দু’দেশের স্থলবাণিজ্যের প্রধান কেন্দ্র। দু’দেশের স্থলবাণিজ্যের কমপক্ষে ৩০ শতাংশই সম্পন্ন হয় এখান দিয়ে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর এবং বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরের মধ্যে দৈনিক কমপক্ষে ৩০০ থেকে ৩৫০টি পণ্যবাহী রফতানির ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে যায়। অন্যদিকে, বাংলাদেশের বেনাপোল স্থল বন্দর থেকে দৈনিক ১৫০ থেকে ২০০টি পণ্যবাহী আমদানির ট্রাক ভারতের পেট্রাপোল স্থলবন্দরে আসে।