২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যু হুগলির বৈদ্যবাটির কিশোরীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক:  রাজ্যে পর পর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন সরকার। মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই রাজ্যের সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সচেতনতায় বেলচা হাতে নিজেই রাস্তা পরিষ্কারের কাজ করতে দেখা যায় ফিরহাদকে। এদিকে দুদিন ছাড়াই ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় বিরোধীদের তোপের মুখে শাসকদল।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল হগলির বৈদ্যবাটির এক কিশোরীর। কয়েকদিন আগেই জ্বর আসে তার। শুরু হয় চিকিৎসা। শুক্রবার ডেঙ্গু পরীক্ষাও করানো হয়। সন্ধ্যায় রিপোর্ট আসার আগেই মৃত্যু হয় কিশোরীর। মৃতা ছাত্রী কায়নাত পারভীন নবম শ্রেণির ছাত্রী ছিলেন। হগলির বৈদ্যবাটি বাসিন্দা ছিল সে।

ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় মানুষ। পুরসভার তরফে এলাকা পরিষ্কার করার কোনও উদ্যোগ নেওয়া হয় না। পুর চেয়ারম্যানের দাবি মৃতার পরিবারের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে।

কায়ানাত পারভীনের গত সোমবার থেকে জ্বরে ভুগছিল। শুক্রবার দুপুরে  শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাতে সেখানেই মৃত্যু হয় তার।

পরিবারের সদস্যরা জানিয়েছেন,  জ্বর হওয়ার পর চিকিৎসককে দেখিয়ে ওষুধ  দেওয়া হয়েছিল তাকে। ওষুধ খেয়েও শরীর সুস্থ হচ্ছে না। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। এর পরেই অজ্ঞান হয়ে যায়।

এলাকাবাসী অভিযোগ তুলেছেন পুরসভার এলাকা সাফাইয়ের কাজে মন দেয় না।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেঙ্গুতে মৃত্যু হুগলির বৈদ্যবাটির কিশোরীর

আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  রাজ্যে পর পর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন সরকার। মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই রাজ্যের সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সচেতনতায় বেলচা হাতে নিজেই রাস্তা পরিষ্কারের কাজ করতে দেখা যায় ফিরহাদকে। এদিকে দুদিন ছাড়াই ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় বিরোধীদের তোপের মুখে শাসকদল।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল হগলির বৈদ্যবাটির এক কিশোরীর। কয়েকদিন আগেই জ্বর আসে তার। শুরু হয় চিকিৎসা। শুক্রবার ডেঙ্গু পরীক্ষাও করানো হয়। সন্ধ্যায় রিপোর্ট আসার আগেই মৃত্যু হয় কিশোরীর। মৃতা ছাত্রী কায়নাত পারভীন নবম শ্রেণির ছাত্রী ছিলেন। হগলির বৈদ্যবাটি বাসিন্দা ছিল সে।

ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় মানুষ। পুরসভার তরফে এলাকা পরিষ্কার করার কোনও উদ্যোগ নেওয়া হয় না। পুর চেয়ারম্যানের দাবি মৃতার পরিবারের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে।

কায়ানাত পারভীনের গত সোমবার থেকে জ্বরে ভুগছিল। শুক্রবার দুপুরে  শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাতে সেখানেই মৃত্যু হয় তার।

পরিবারের সদস্যরা জানিয়েছেন,  জ্বর হওয়ার পর চিকিৎসককে দেখিয়ে ওষুধ  দেওয়া হয়েছিল তাকে। ওষুধ খেয়েও শরীর সুস্থ হচ্ছে না। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। এর পরেই অজ্ঞান হয়ে যায়।

এলাকাবাসী অভিযোগ তুলেছেন পুরসভার এলাকা সাফাইয়ের কাজে মন দেয় না।