০৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রের উড়ালপুলে, ঘটনায় মৃত ২

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 10

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রে। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে গেল স্কুটার। ঘটনায় মৃত দুই। মঙ্গলবার মধ্যরাতে থানের ক্যাসেল মিল নাকা এলাকার উড়ালপুলে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর,নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারটি ধাক্কা মারে উড়ালপুলের দেওয়ালে। এরপর নীচে পড়ে যান দু’‌জন। তড়িঘড়ি করে তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসারত ডক্টর ।

মৃতদের নাম প্রতীক বিনোদ মোর (২১) এবং রাজেশ প্রসাদ গুপ্তা (২৬)। প্রতীক থানে শহরের লোকমান্য নগরের বাসিন্দা। রাজেশের বাড়ি উল্লাসনগরে। দু’জনেই স্কুটারে মাজিওয়াড়া থেকে থানে স্টেশনের দিকে যাচ্ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারানোর ফলে উড়ালপুলের দেওয়ালে ধাক্কা লাগে স্কুটারটির।

কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তা আরও খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দু’টি পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রের উড়ালপুলে, ঘটনায় মৃত ২

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রে। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে গেল স্কুটার। ঘটনায় মৃত দুই। মঙ্গলবার মধ্যরাতে থানের ক্যাসেল মিল নাকা এলাকার উড়ালপুলে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর,নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারটি ধাক্কা মারে উড়ালপুলের দেওয়ালে। এরপর নীচে পড়ে যান দু’‌জন। তড়িঘড়ি করে তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসারত ডক্টর ।

মৃতদের নাম প্রতীক বিনোদ মোর (২১) এবং রাজেশ প্রসাদ গুপ্তা (২৬)। প্রতীক থানে শহরের লোকমান্য নগরের বাসিন্দা। রাজেশের বাড়ি উল্লাসনগরে। দু’জনেই স্কুটারে মাজিওয়াড়া থেকে থানে স্টেশনের দিকে যাচ্ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারানোর ফলে উড়ালপুলের দেওয়ালে ধাক্কা লাগে স্কুটারটির।

কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তা আরও খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দু’টি পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।