পুবের কলম প্রতিবেদক: মে মাসের দ্বিতীয় সপ্তাহেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। উচ্চমাধ্যমিক পরীক্ষা সেন্টার পরিদর্শনের পরই জানিয়ে দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, ‘মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। পুরো পদ্ধতিটাই অনলাইনের মাধ্যমে হবে। ডিজিটাল পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটি হওয়ায় আমাদের রেজাল্ট দিতে এখন সময় কম লাগছে।’
উচ্চমাধ্যমিকের ফল কবে?
চিরঞ্জীব বলেন, ‘মাধ্যমিকের (Madhyamik Result 2025) রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (HS result 2025 date)। পুরো পদ্ধতিটাই অনলাইনের মাধ্যমে হবে। পরীক্ষার নম্বর জমা দেওয়ার ব্যাপারটাও অনলাইনেই হয়। গোটাটাই ডিজিট্যাল পদ্ধতিতে হওয়ায় পুরো প্রক্রিয়াটি হওয়ায় আমাদের রেজাল্ট দিতে এখন সময় কম লাগছে। পাশাপাশি গোটা প্রক্রিয়াটা নির্ভুল হচ্ছে।’
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেনা অথচ ট্যাবের টাকা নেওয়া হয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন, বীরভূম জেলায় পরীক্ষায় বসেনি ৭৮৩ জন। তাঁরা আগামীদিনে পরীক্ষায় বসবে। পরীক্ষায় বসবে বা বসবে না সেটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত। তবে পরীক্ষায় অনুপস্থিতি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবে পর্ষদ। মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার সাতদিনের মধ্যে বের হবে উচ্চ মাধ্যিকের ফল। মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা বলেই জানিয়েছ পর্ষদ।
আরও পড়ুন: চলতি মাসেই কলকাতা সফরে শাহ